এবার তিশার বিরুদ্ধে মামলা হচ্ছে
- সর্বশেষ আপডেট ০২:১৭:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
- / 64
অর্থ লেনদেন, শিডিউল পরিবর্তন এবং ভয়েস রেকর্ড ফাঁসকে কেন্দ্র করে অভিনেত্রী তানজিন তিশা ও কলকাতার চলচ্চিত্র ‘ভালোবাসার মরশুম’-এর প্রযোজক শরীফ খানের দ্বন্দ্ব নতুন মাত্রা পেয়েছে। সবশেষে প্রযোজক জানান, তিনি তিশার বিরুদ্ধে মামলা করতে যাচ্ছেন।
ভয়েস রেকর্ড প্রকাশের পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। এর মধ্যেই বুধবার (২৬ নভেম্বর) শরীফ খান নিশ্চিত করেছেন যে, তিনি দ্রুতই আইনি পদক্ষেপ নেবেন।
তিনি বলেন, ‘এতদিন ধৈর্য ধরেছি, শান্তভাবে টাকা ফেরত চাইেছি। কিন্তু তিনি বারবার অসত্য তথ্য দিচ্ছেন। আমার কাছে থাকা প্রমাণ উপেক্ষা করে আমাকে অপেশাদার দেখানোর চেষ্টা করা হয়েছে। আর অপেক্ষা করব না—খুব শিগগির মামলা করছি।’
প্রযোজকের অভিযোগ—চুক্তিভঙ্গ, আর্থিক ক্ষতি এবং মানহানির মতো বিষয়গুলোই তাকে আদালতে যেতে বাধ্য করছে। তার দাবি, চুক্তিবদ্ধ হওয়ার সময় তিশাকে প্রায় সাড়ে চার লাখ টাকা দেওয়া হয়েছিল, যা তিনি ফেরত দেননি। বরং শাকিব খানের ছবির শিডিউলের কথা বলে কলকাতার ছবির সময়সূচি পিছিয়েছেন এবং ভিসার দায়িত্ব নিলেও পরে দায় তাঁর ওপর চাপিয়েছেন।
অন্যদিকে তানজিন তিশা আগেই বলেছিলেন, ভিসা প্রস্তুত না হওয়ায় তিনি কাজটি করতে পারেননি এবং অর্থ আত্মসাতের অভিযোগ ভিত্তিহীন। তবে ফাঁস হওয়া অডিওতে তাকে নিজের শিডিউল পরিবর্তন এবং ভিসা নিজে করার কথা বলতে শোনা গেছে।
এই অডিও প্রকাশের পর প্রযোজকের মামলার ঘোষণা তিশাকে নতুন আইনি জটিলতায় ফেলতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


































