এবার খুলনায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, ৯ দিনে ৪ হত্যাকাণ্ড
- সর্বশেষ আপডেট ০৩:২২:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫
- / 132
খুলনা নগরীর খালিশপুরে সবুজ খান (৫৫) নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে খালিশপুর হাউজিং বাজার এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। অক্টোবরের প্রথম নয় দিনে খুলনায় এটি চতুর্থ হত্যার ঘটনা।
নিহত সবুজ খান খালিশপুর থানার হাউজিং বাজারের বক্কর কলোনি এলাকার বাসিন্দা ছিলেন।
খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর আতাহার আলী জানান, সকালে বাজারের পাশে অবস্থান করার সময় পূর্ব বিরোধের জেরে কয়েকজন প্রতিবেশী ধারালো অস্ত্র দিয়ে সবুজ খানকে কুপিয়ে আহত করে। স্থানীয়রা তাকে গুরুতর অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি আরও জানান, নিহতের ডান হাত, বাম কনুই, হাঁটু এবং শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।
খুলনায় এর আগে ৬ অক্টোবর ইমরান মুন্সি নামে এক যুবককে মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করে হত্যা করা হয়।
এর আগে, ২ অক্টোবর রাতে নগরীর বসুপাড়া বাঁশতলায় নেশার টাকা না পেয়ে নিজের ছেলে লিটন খানকে গলাকেটে হত্যা করে বলে অভিযোগ ওঠে।
আর ১ অক্টোবর গভীর রাতে দৌলতপুরের মহেশ্বরপাশা পশ্চিমপাড়া বাজার এলাকায় ঘুমন্ত অবস্থায় এক যুবককে গুলি করে হত্যা করা হয়।
মাত্র নয় দিনে পরপর চারটি হত্যাকাণ্ডে খুলনা নগরীতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।



































