ঢাকা ০১:২০ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

এপ্রিল নির্বাচন উপযুক্ত সময় নয় : প্রিন্স

নিজস্ব প্রতিবেদক, খুলনা
  • সর্বশেষ আপডেট ০৮:৩০:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫
  • / 210

এপ্রিল নির্বাচন উপযুক্ত সময় নয় : প্রিন্স

আগামী বছরের এপ্রিল নির্বাচন আয়োজনের জন্য উপযুক্ত সময় নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স

তিনি বলেন, “আমরা চাই, ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হোক। এপ্রিল পর্যন্ত বিলম্ব হলে নির্বাচনের সম্ভাবনা আরও দূরে সরে যাবে এবং এতে অপশক্তি মাথাচাড়া দিয়ে উঠতে পারে।”

বৃহস্পতিবার (১২ জুন) সকালে খুলনা প্রেস ক্লাবে ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

রুহিন হোসেন প্রিন্স জানান, যদি একটি অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন হয়, তাহলে বিকল্প রাজনৈতিক শক্তি ক্ষমতায় আসতে পারে। তিনি বলেন, সিপিবির নেতৃত্বাধীন জোট ৩০০টি আসনেই নির্বাচন করবে। খুলনার ৬টি আসনেও প্রতিদ্বন্দ্বিতা করবে সিপিবি।

তিনি আরও বলেন, নির্বাচন কমিশন ও বিচার ব্যবস্থার নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে। প্রক্রিয়াগুলো দৃশ্যমান হলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্পন্ন করা সম্ভব।

মিয়ানমারের সঙ্গে ‘মানবিক করিডোর’ এবং চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনার দায়িত্ব বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়ার প্রতিবাদে আগামী ২৭ ও ২৮ জুন ঢাকা-চট্টগ্রাম রোডমার্চ কর্মসূচির ঘোষণা দেন তিনি।

তিনি বলেন, একসময় খুলনা ছিল একটি শিল্পনগরী, কিন্তু এখন তা আর নেই। পদ্মা সেতু ও কালনা ব্রিজের পর এই অঞ্চলের শিল্পায়নে যে প্রত্যাশা ছিল, তা পূরণ হয়নি। তিনি অভিযোগ করেন, উন্নয়ন মানে শুধু অবকাঠামো নয়—মানুষের জীবনমান উন্নয়নেও ‘সেতু’ দরকার, যা স্থাপন করতে চায় সিপিবি।

রুহিন হোসেন প্রিন্স বলেন, নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় সিপিবি। তবে আওয়ামী লীগের অতীতের কর্মকাণ্ডের জন্য তাদের নৈতিক অধিকার হারানো উচিত।

এছাড়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে তার বৈঠককে তিনি ইতিবাচক বলে মন্তব্য করেন।

অনুষ্ঠানে সিপিবির কেন্দ্রীয় নেতা এসএ রশীদ, খুলনা মহানগর সভাপতি এইচএম শাহাদাত, সাধারণ সম্পাদক নিত্যানন্দ ঢালী এবং সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবু উপস্থিত ছিলেন।

 

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এপ্রিল নির্বাচন উপযুক্ত সময় নয় : প্রিন্স

সর্বশেষ আপডেট ০৮:৩০:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫

আগামী বছরের এপ্রিল নির্বাচন আয়োজনের জন্য উপযুক্ত সময় নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স

তিনি বলেন, “আমরা চাই, ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হোক। এপ্রিল পর্যন্ত বিলম্ব হলে নির্বাচনের সম্ভাবনা আরও দূরে সরে যাবে এবং এতে অপশক্তি মাথাচাড়া দিয়ে উঠতে পারে।”

বৃহস্পতিবার (১২ জুন) সকালে খুলনা প্রেস ক্লাবে ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

রুহিন হোসেন প্রিন্স জানান, যদি একটি অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন হয়, তাহলে বিকল্প রাজনৈতিক শক্তি ক্ষমতায় আসতে পারে। তিনি বলেন, সিপিবির নেতৃত্বাধীন জোট ৩০০টি আসনেই নির্বাচন করবে। খুলনার ৬টি আসনেও প্রতিদ্বন্দ্বিতা করবে সিপিবি।

তিনি আরও বলেন, নির্বাচন কমিশন ও বিচার ব্যবস্থার নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে। প্রক্রিয়াগুলো দৃশ্যমান হলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্পন্ন করা সম্ভব।

মিয়ানমারের সঙ্গে ‘মানবিক করিডোর’ এবং চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনার দায়িত্ব বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়ার প্রতিবাদে আগামী ২৭ ও ২৮ জুন ঢাকা-চট্টগ্রাম রোডমার্চ কর্মসূচির ঘোষণা দেন তিনি।

তিনি বলেন, একসময় খুলনা ছিল একটি শিল্পনগরী, কিন্তু এখন তা আর নেই। পদ্মা সেতু ও কালনা ব্রিজের পর এই অঞ্চলের শিল্পায়নে যে প্রত্যাশা ছিল, তা পূরণ হয়নি। তিনি অভিযোগ করেন, উন্নয়ন মানে শুধু অবকাঠামো নয়—মানুষের জীবনমান উন্নয়নেও ‘সেতু’ দরকার, যা স্থাপন করতে চায় সিপিবি।

রুহিন হোসেন প্রিন্স বলেন, নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় সিপিবি। তবে আওয়ামী লীগের অতীতের কর্মকাণ্ডের জন্য তাদের নৈতিক অধিকার হারানো উচিত।

এছাড়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে তার বৈঠককে তিনি ইতিবাচক বলে মন্তব্য করেন।

অনুষ্ঠানে সিপিবির কেন্দ্রীয় নেতা এসএ রশীদ, খুলনা মহানগর সভাপতি এইচএম শাহাদাত, সাধারণ সম্পাদক নিত্যানন্দ ঢালী এবং সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবু উপস্থিত ছিলেন।