ঢাকা ১২:১০ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

এপ্রিলে ভোট হলে সরকারকে বিশাল বিপদে পড়তে হবে: শামা ওবায়েদ

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর
  • সর্বশেষ আপডেট ১১:০৫:৩৬ অপরাহ্ন, সোমবার, ৯ জুন ২০২৫
  • / 505

বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ

এপ্রিল মাসে জনগণের ভোটের মাধ্যমে যেই সরকারই গঠিত হোক না কেন, নতুন সরকারকে বিশাল সংকটে পড়তে হবে—এমন মন্তব্য করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। কারণ হিসেবে তিনি বলেন, মাত্র এক মাস পরই সেই সরকারকে বাজেট ঘোষণা করতে হবে।

সোমবার (৯ জুন) দুপুরে ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া আতিকুর রহমান উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে অংশ নেন নগরকান্দা ও সালথা উপজেলা বিএনপির নেতাকর্মীরা।

সরকার ঘোষিত নির্বাচনের সময়সীমা প্রসঙ্গে শামা ওবায়েদ বলেন, “এপ্রিল মাসে নির্বাচন দিতে চাচ্ছেন—এটা কতটা বাস্তবসম্মত, সেটা ইউনূস সাহেব ও তাঁর টিমকে ভেবে দেখা উচিত। কারণ, যদি ফেব্রুয়ারি মাসে রমজান হয়, তখন মানুষ রোজা রাখবে। রমজানে নির্বাচনী প্রচারণা কতটা যুক্তিযুক্ত হবে, তা সরকারের বিবেচনায় নেওয়া উচিত। এরপর আসে ঈদ, আর ঈদের পরেই নির্বাচন!”

এপ্রিল মাসকে নির্বাচন আয়োজনের জন্য অনুপযুক্ত সময় হিসেবে উল্লেখ করে তিনি আরও বলেন, “এপ্রিল হলো ঝড়-বৃষ্টির মৌসুম, পাশাপাশি এটি বিভিন্ন পাবলিক পরীক্ষার সময়ও। এসব বাস্তব কারণে এপ্রিল মাস বাংলাদেশের সাধারণ মানুষ, ভোটার, রাজনৈতিক দল, বিশেষ করে আমার মা-বোনদের ও তরুণ প্রজন্মের জন্য উপযোগী সময় নয়। অন্তর্বর্তীকালীন সরকারের এই বিষয়গুলো পুনরায় বিবেচনা করা উচিত। আপনারা যদি নির্বাচন এপ্রিলেই করতে পারেন, তাহলে জানুয়ারি কিংবা ফেব্রুয়ারিতেও রোজার আগেই তা করতে পারেন। এমনকি ডিসেম্বরেও কোনো সমস্যা হবে না।”

ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী, যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন, আফজাল হোসেন খান, নগরকান্দা উপজেলা বিএনপির সহসভাপতি বাবুল তালুকদার, আলিমুজ্জামান, সাধারণ সম্পাদক সাইফুর রহমান প্রমুখ।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এপ্রিলে ভোট হলে সরকারকে বিশাল বিপদে পড়তে হবে: শামা ওবায়েদ

সর্বশেষ আপডেট ১১:০৫:৩৬ অপরাহ্ন, সোমবার, ৯ জুন ২০২৫

এপ্রিল মাসে জনগণের ভোটের মাধ্যমে যেই সরকারই গঠিত হোক না কেন, নতুন সরকারকে বিশাল সংকটে পড়তে হবে—এমন মন্তব্য করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। কারণ হিসেবে তিনি বলেন, মাত্র এক মাস পরই সেই সরকারকে বাজেট ঘোষণা করতে হবে।

সোমবার (৯ জুন) দুপুরে ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া আতিকুর রহমান উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে অংশ নেন নগরকান্দা ও সালথা উপজেলা বিএনপির নেতাকর্মীরা।

সরকার ঘোষিত নির্বাচনের সময়সীমা প্রসঙ্গে শামা ওবায়েদ বলেন, “এপ্রিল মাসে নির্বাচন দিতে চাচ্ছেন—এটা কতটা বাস্তবসম্মত, সেটা ইউনূস সাহেব ও তাঁর টিমকে ভেবে দেখা উচিত। কারণ, যদি ফেব্রুয়ারি মাসে রমজান হয়, তখন মানুষ রোজা রাখবে। রমজানে নির্বাচনী প্রচারণা কতটা যুক্তিযুক্ত হবে, তা সরকারের বিবেচনায় নেওয়া উচিত। এরপর আসে ঈদ, আর ঈদের পরেই নির্বাচন!”

এপ্রিল মাসকে নির্বাচন আয়োজনের জন্য অনুপযুক্ত সময় হিসেবে উল্লেখ করে তিনি আরও বলেন, “এপ্রিল হলো ঝড়-বৃষ্টির মৌসুম, পাশাপাশি এটি বিভিন্ন পাবলিক পরীক্ষার সময়ও। এসব বাস্তব কারণে এপ্রিল মাস বাংলাদেশের সাধারণ মানুষ, ভোটার, রাজনৈতিক দল, বিশেষ করে আমার মা-বোনদের ও তরুণ প্রজন্মের জন্য উপযোগী সময় নয়। অন্তর্বর্তীকালীন সরকারের এই বিষয়গুলো পুনরায় বিবেচনা করা উচিত। আপনারা যদি নির্বাচন এপ্রিলেই করতে পারেন, তাহলে জানুয়ারি কিংবা ফেব্রুয়ারিতেও রোজার আগেই তা করতে পারেন। এমনকি ডিসেম্বরেও কোনো সমস্যা হবে না।”

ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী, যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন, আফজাল হোসেন খান, নগরকান্দা উপজেলা বিএনপির সহসভাপতি বাবুল তালুকদার, আলিমুজ্জামান, সাধারণ সম্পাদক সাইফুর রহমান প্রমুখ।