দেশে ফিরে বললেন মির্জা ফখরুল
‘এপ্রিলে নির্বাচনের তারিখ ঘোষণায় জাতি হতাশ’
- সর্বশেষ আপডেট ১১:১৬:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ৭ জুন ২০২৫
- / 281
থাইল্যান্ডে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার রাত দেড়টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। সেখানেই সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় নির্বাচন নিয়ে সরকারের সাম্প্রতিক ঘোষণায় হতাশা প্রকাশ করেন তিনি।
মির্জা ফখরুল বলেন, ‘বারবার বলেছি, বিএনপি দ্রুত একটি গ্রহণযোগ্য নির্বাচন চায়। আমাদের প্রত্যাশা ছিল, ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। কিন্তু ড. মুহাম্মদ ইউনূস এপ্রিলের কথা বলায় শুধু বিএনপিই নয়, পুরো জাতি হতাশ হয়েছে।’
এর আগে, রাতেই বিএনপির স্থায়ী কমিটির এক ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে আয়োজিত সেই বৈঠকে প্রধান উপদেষ্টার সাম্প্রতিক বক্তব্যেরও সমালোচনা করা হয়। পাশাপাশি ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন আয়োজনের দাবি পুনর্ব্যক্ত করেন নেতারা।
উল্লেখ্য, গত ১২ মে চোখের চিকিৎসার জন্য থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে গিয়েছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার সঙ্গে ছিলেন স্ত্রী রাহাত আরা বেগম।
































