ঢাকা ০৩:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

এনসিপি মুখপাত্র আসিফ কেন রাজপথে নামতে চাইছেন?

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৯:২৬:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
  • / 43

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া শনিবার রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, আগামীকাল রবিবার নির্বাচন কমিশনের (ইসি) রেডলাইন। যদি কোনো ঋণ খেলাপি বা দ্বৈত নাগরিক নির্বাচনে অংশ নেয়ার সুযোগ পান, তারা আইনসঙ্গত ও গণতান্ত্রিকভাবে প্রতিবাদ জানাবেন এবং রাজপথে নামবেন।

শনিবার (১৭ জানুয়ারী) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরের দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে ডাকা জরুরি সংবাদ সম্মেলনে আসিফ বলেন, অনেকে দ্বৈত নাগরিক হয়েও ইসিতে নির্বাচনী প্রার্থী হতে চেষ্টা করছে। এটি দেশের গণতন্ত্রের জন্য বিপজ্জনক সংকেত। কোনো বিদেশি নাগরিককে দেশের নির্বাচনে অংশ নিতে দেওয়া হবে না।

তিনি বিএনপিকেও আঙ্গুল তুলেছেন। বলেন, গণতন্ত্রের ধারক বলে দাবি করলেও তারা গণতন্ত্রের স্বার্থে কাজ করছে না।

এনসিপির যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা বলেন, বিএনপির অনেক প্রার্থী ঋণ খেলাপি হলেও নির্বাচন কমিশন তাদের বৈধতা দিয়েছে। দ্বৈত নাগরিকত্ব বিষয়ে ইসি সংবিধানের ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছে, যা খুবই বিপজ্জনক। কমিশনের কাজ হলো আইন অনুসরণ করা, ব্যাখ্যা দেওয়ার এখতিয়ার তাদের নেই।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এনসিপি মুখপাত্র আসিফ কেন রাজপথে নামতে চাইছেন?

সর্বশেষ আপডেট ০৯:২৬:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া শনিবার রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, আগামীকাল রবিবার নির্বাচন কমিশনের (ইসি) রেডলাইন। যদি কোনো ঋণ খেলাপি বা দ্বৈত নাগরিক নির্বাচনে অংশ নেয়ার সুযোগ পান, তারা আইনসঙ্গত ও গণতান্ত্রিকভাবে প্রতিবাদ জানাবেন এবং রাজপথে নামবেন।

শনিবার (১৭ জানুয়ারী) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরের দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে ডাকা জরুরি সংবাদ সম্মেলনে আসিফ বলেন, অনেকে দ্বৈত নাগরিক হয়েও ইসিতে নির্বাচনী প্রার্থী হতে চেষ্টা করছে। এটি দেশের গণতন্ত্রের জন্য বিপজ্জনক সংকেত। কোনো বিদেশি নাগরিককে দেশের নির্বাচনে অংশ নিতে দেওয়া হবে না।

তিনি বিএনপিকেও আঙ্গুল তুলেছেন। বলেন, গণতন্ত্রের ধারক বলে দাবি করলেও তারা গণতন্ত্রের স্বার্থে কাজ করছে না।

এনসিপির যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা বলেন, বিএনপির অনেক প্রার্থী ঋণ খেলাপি হলেও নির্বাচন কমিশন তাদের বৈধতা দিয়েছে। দ্বৈত নাগরিকত্ব বিষয়ে ইসি সংবিধানের ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছে, যা খুবই বিপজ্জনক। কমিশনের কাজ হলো আইন অনুসরণ করা, ব্যাখ্যা দেওয়ার এখতিয়ার তাদের নেই।