রাজধানীর রমনায় হাবিবুল্লাহ বাহার কলেজে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা পরিকল্পিত এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের নির্দেশে, তারেক রহমানের সম্মতিতে ঘটেছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি মঙ্গলবার এক জরুরি সংবাদ সম্মেলনে এসব মন্তব্য করেন।
আরও পড়তে পারেন
নাহিদ এই হামলাকে পরিকল্পিত সন্ত্রাসী হামলা হিসেবে অভিহিত করে বলেন, “আপনারা একদিকে ভালো কথা বলবেন, আরেকদিকে বিরোধীদের ওপর সন্ত্রাসী আচরণ প্রয়োগ করে আওয়ামী লীগের রাজনীতিকে পুনর্বাসন করবেন। এটা আমরা বাংলাদেশে হতে দেব না।”
তিনি নির্বাচন কমিশন, কলেজ প্রশাসন এবং বিএনপি নেতৃত্বকে হুঁশিয়ারি দিয়ে বলেন, “আমরা দেখতে চাই তারা কী ব্যবস্থা নেবে। এরপর বাকি জবাব আমরা রাজপথে দেব, ১২ তারিখে।”
নাসীরুদ্দীন পাটওয়ারী জামায়াত নেতৃত্বাধীন ১০ দলীয় নির্বাচনি জোটের প্রার্থী হিসেবে ঢাকা-৮ আসনে নির্বাচন করছেন। একই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির স্থায়ী কমিটির মির্জা আব্বাস।
ডিম নিক্ষেপের ঘটনার পর নাহিদ বলেন, “আপনি যদি আগের আচরণ পরিবর্তন না করেন, এবার নির্বাচনে এর পরিণতি ভালো হবে না। নির্বাচন মানে কথার লড়াই। জনগণ ১২ ফেব্রুয়ারি নির্ধারণ করবে, কে বেয়াদব, কে গ্যাংস্টার, কে সন্ত্রাসী আর কে জনগণের পক্ষে কথা বলে।”
নাহিদ আব্বাসের রাজনৈতিক অতীত তুলে ধরে বলেন, “জিয়াউর রহমান তাকে ডেকে রাজনীতি শিখিয়েছেন। এরপর থেকে তিনি ঢাকা শহরে সাম্রাজ্য গড়েছেন। এই সাম্রাজ্য কিভাবে তৈরি হলো, তা এ শহরের মানুষ জানে।”
তিনি আরও বলেন, “কিছু হলে জামায়াতের অতীত নিয়ে আলোচনা হয়, কিন্তু বিএনপির নিজের অতীতও আমরা ভুলিনি। ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত দেশের ইতিহাস মনে আছে। অতীত ধরে কথা বললে আমরা সবার অতীত নিয়েই কথা বলব।”
এই সংবাদ সম্মেলন এনসিপির প্রার্থীর বিরুদ্ধে হামলার ঘটনাকে রাজনৈতিক কর্মসূচি ও নির্বাচনি চাপে পরিণত করার চেষ্টা হিসেবে গণ্য করা হচ্ছে।





























