ঢাকা ০১:০১ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

এনসিপি থেকে এবার তাজনূভা জাবীনের পদত্যাগ

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০১:২৮:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
  • / 83

তাজনূভা জাবীন

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলের যুগ্ম আহ্বায়ক তাজনূভা জাবীন। রোববার দুপুর ১২টা ৩৫ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টের মাধ্যমে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।

তাজনূভা জাবীন এনসিপির গুরুত্বপূর্ণ সংগঠক ছিলেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনে তাঁকে প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছিল দলটি।

এদিকে, নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামীর সঙ্গে আসন সমঝোতা নিয়ে এনসিপির ভেতরে তীব্র অস্থিরতা দেখা দিয়েছে। দলটির কেন্দ্রীয় পর্যায়ের একাধিক নেতা এই সমঝোতার বিরোধিতা করে প্রকাশ্যে প্রতিক্রিয়া জানাচ্ছেন।

এরই ধারাবাহিকতায় শনিবার সন্ধ্যায় দল ছাড়ার ঘোষণা দেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ও রাজনৈতিক পর্ষদের সদস্য তাসনিম জারা। তার আগে বৃহস্পতিবার পদত্যাগ করেন এনসিপির জামায়াতবিরোধী অংশের নেতা হিসেবে পরিচিত মীর আরশাদুল হক।

পরপর শীর্ষ নেতাদের পদত্যাগে এনসিপির অভ্যন্তরীণ সংকট আরও গভীর হচ্ছে বলে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এনসিপি থেকে এবার তাজনূভা জাবীনের পদত্যাগ

সর্বশেষ আপডেট ০১:২৮:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলের যুগ্ম আহ্বায়ক তাজনূভা জাবীন। রোববার দুপুর ১২টা ৩৫ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টের মাধ্যমে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।

তাজনূভা জাবীন এনসিপির গুরুত্বপূর্ণ সংগঠক ছিলেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনে তাঁকে প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছিল দলটি।

এদিকে, নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামীর সঙ্গে আসন সমঝোতা নিয়ে এনসিপির ভেতরে তীব্র অস্থিরতা দেখা দিয়েছে। দলটির কেন্দ্রীয় পর্যায়ের একাধিক নেতা এই সমঝোতার বিরোধিতা করে প্রকাশ্যে প্রতিক্রিয়া জানাচ্ছেন।

এরই ধারাবাহিকতায় শনিবার সন্ধ্যায় দল ছাড়ার ঘোষণা দেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ও রাজনৈতিক পর্ষদের সদস্য তাসনিম জারা। তার আগে বৃহস্পতিবার পদত্যাগ করেন এনসিপির জামায়াতবিরোধী অংশের নেতা হিসেবে পরিচিত মীর আরশাদুল হক।

পরপর শীর্ষ নেতাদের পদত্যাগে এনসিপির অভ্যন্তরীণ সংকট আরও গভীর হচ্ছে বলে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে।