ঢাকা ১২:০৬ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

এনসিপি কথা রাখেনি, খালেদা জিয়ার আসনে প্রার্থী দিয়েছে দল

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৭:৪৯:২৭ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
  • / 70

এনসিপি কথা রাখেনি, খালেদা জিয়ার আসনে প্রার্থী দিয়েছে দল

গত নভেম্বরের শুরুতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঘোষণা দিয়েছিল, তারা বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আসনে কোনো প্রার্থী দেবে না। তবে নির্বাচনের তফসিলের আগমুহূর্তে এই প্রতিশ্রুতি রাখেনি দলটি।

এনসিপি এখন ১২৫টি আসনে প্রার্থী ঘোষণা করেছে, যার মধ্যে দিনাজপুর-৩ আসনও রয়েছে। এখানে তাদের প্রার্থী আ হ ম শামসুল মুকতাদির, যিনি এনসিপির দিনাজপুর জেলা শাখার আহ্বায়ক।

এর আগে ৩ নভেম্বর বিএনপি প্রথম ধাপে ২৩৭টি আসনে প্রার্থী ঘোষণা করে। ৪ নভেম্বর এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী জানিয়েছিলেন, খালেদা জিয়ার আসনগুলোতে তাদের কোনো প্রার্থী থাকবে না। পরে দলের আহ্বায়ক নাহিদ ইসলামও খালেদা জিয়ার সম্মান জানিয়ে এই নীতির বিষয়টি নিশ্চিত করেছিলেন। এই পদক্ষেপের জন্য দলটি নেটিজেনদের প্রশংসাও পায়।

দিনাজপুর-৩ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে লড়বেন খালেদা জিয়া। পাশাপাশি এখানে জামায়াত মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মইনুল আলমও প্রতিদ্বন্দ্বিতা করবেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এনসিপি কথা রাখেনি, খালেদা জিয়ার আসনে প্রার্থী দিয়েছে দল

সর্বশেষ আপডেট ০৭:৪৯:২৭ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫

গত নভেম্বরের শুরুতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঘোষণা দিয়েছিল, তারা বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আসনে কোনো প্রার্থী দেবে না। তবে নির্বাচনের তফসিলের আগমুহূর্তে এই প্রতিশ্রুতি রাখেনি দলটি।

এনসিপি এখন ১২৫টি আসনে প্রার্থী ঘোষণা করেছে, যার মধ্যে দিনাজপুর-৩ আসনও রয়েছে। এখানে তাদের প্রার্থী আ হ ম শামসুল মুকতাদির, যিনি এনসিপির দিনাজপুর জেলা শাখার আহ্বায়ক।

এর আগে ৩ নভেম্বর বিএনপি প্রথম ধাপে ২৩৭টি আসনে প্রার্থী ঘোষণা করে। ৪ নভেম্বর এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী জানিয়েছিলেন, খালেদা জিয়ার আসনগুলোতে তাদের কোনো প্রার্থী থাকবে না। পরে দলের আহ্বায়ক নাহিদ ইসলামও খালেদা জিয়ার সম্মান জানিয়ে এই নীতির বিষয়টি নিশ্চিত করেছিলেন। এই পদক্ষেপের জন্য দলটি নেটিজেনদের প্রশংসাও পায়।

দিনাজপুর-৩ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে লড়বেন খালেদা জিয়া। পাশাপাশি এখানে জামায়াত মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মইনুল আলমও প্রতিদ্বন্দ্বিতা করবেন।