ঢাকা ০৯:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

এনসিপির মনোনয়নপত্র নিলেন রিকশাচালক সুজন

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৯:০৩:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
  • / 84

এনসিপির মনোনয়নপত্র নিলেন রিকশাচালক সুজন

জুলাই আন্দোলনের সময় শিক্ষার্থীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দু’হাত তুলে স্যালুট—এই দৃশ্য ভাইরাল হওয়ার পর আলোচনায় আসেন রিকশাচালক সুজন। এবার তিনি মাঠে নামছেন আনুষ্ঠানিক রাজনীতিতে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) ঢাকা-৮ আসন থেকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–র মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি।

মনোনয়ন নেওয়ার পর সুজন বলেন, “অন্যরা নানা বিতর্কিত কাজ করে সংসদে যেতে পারে, আর আমি রিকশাচালক হয়ে কেন পারব না? মানুষের পাশে থাকতে চাই, তাদের কথা বলতে চাই।”

এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা বলেন, “আমরা ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করি না। আমাদের লক্ষ্য—জনগণের ক্ষমতা জনগণের কাছে ফেরানো। দীর্ঘদিন রাজনীতি কিছু পরিবারের হাতে বন্দি ছিল। মানুষ মনে করত রাজনীতি তাদের নাগালের বাইরে। সে ধারণা আমরা বদলে দিতে চাই।”

তিনি আরও বলেন, “যেদিন আমাদের রাস্তা পরিস্কার করা শ্রমিক, রিকশাচালক বা কৃষক ভোটার হওয়া ছাড়াও নীতি নির্ধারণে অংশ নেওয়ার মতো ভাবতে পারবেন—সেদিনই রাজনীতি সবার কাছে পৌঁছাবে, গণতন্ত্রও হবে শক্তিশালী।”

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর থেকেই সুজনকে অনেকেই আন্দোলনের প্রতীক হিসেবে দেখেছেন। তার মনোনয়ন সংগ্রহের খবর ছড়িয়ে পড়লে রাজনৈতিক মহলে নতুন আলোচনার জন্ম হয়। অনেকেই বলছেন, জুলাই আন্দোলন যাদের মধ্যে থেকে জন্ম নিয়েছে—সেই সাধারণ মানুষের প্রতিনিধিত্ব এবার নির্বাচনের মাঠেও দেখা যেতে পারে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এনসিপির মনোনয়নপত্র নিলেন রিকশাচালক সুজন

সর্বশেষ আপডেট ০৯:০৩:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫

জুলাই আন্দোলনের সময় শিক্ষার্থীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দু’হাত তুলে স্যালুট—এই দৃশ্য ভাইরাল হওয়ার পর আলোচনায় আসেন রিকশাচালক সুজন। এবার তিনি মাঠে নামছেন আনুষ্ঠানিক রাজনীতিতে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) ঢাকা-৮ আসন থেকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–র মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি।

মনোনয়ন নেওয়ার পর সুজন বলেন, “অন্যরা নানা বিতর্কিত কাজ করে সংসদে যেতে পারে, আর আমি রিকশাচালক হয়ে কেন পারব না? মানুষের পাশে থাকতে চাই, তাদের কথা বলতে চাই।”

এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা বলেন, “আমরা ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করি না। আমাদের লক্ষ্য—জনগণের ক্ষমতা জনগণের কাছে ফেরানো। দীর্ঘদিন রাজনীতি কিছু পরিবারের হাতে বন্দি ছিল। মানুষ মনে করত রাজনীতি তাদের নাগালের বাইরে। সে ধারণা আমরা বদলে দিতে চাই।”

তিনি আরও বলেন, “যেদিন আমাদের রাস্তা পরিস্কার করা শ্রমিক, রিকশাচালক বা কৃষক ভোটার হওয়া ছাড়াও নীতি নির্ধারণে অংশ নেওয়ার মতো ভাবতে পারবেন—সেদিনই রাজনীতি সবার কাছে পৌঁছাবে, গণতন্ত্রও হবে শক্তিশালী।”

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর থেকেই সুজনকে অনেকেই আন্দোলনের প্রতীক হিসেবে দেখেছেন। তার মনোনয়ন সংগ্রহের খবর ছড়িয়ে পড়লে রাজনৈতিক মহলে নতুন আলোচনার জন্ম হয়। অনেকেই বলছেন, জুলাই আন্দোলন যাদের মধ্যে থেকে জন্ম নিয়েছে—সেই সাধারণ মানুষের প্রতিনিধিত্ব এবার নির্বাচনের মাঠেও দেখা যেতে পারে।