এনসিপির বিচক্ষণতার অভাব হয়েছে : বিএনপি মহাসচিব
- সর্বশেষ আপডেট ০৯:২৯:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫
- / 128
জুলাই জাতীয় সনদ–২০২৫ স্বাক্ষরের অনুষ্ঠানকে একটি ঐতিহাসিক মুহূর্ত হিসেবে বর্ণনা করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, “আজকের দিনটি প্রমাণ করেছে যে, জাতির প্রয়োজন ও রাষ্ট্রের স্বার্থে রাজনৈতিক দলগুলো এক হয়ে দায়িত্বশীল ভূমিকা রাখতে পারে।”
শুক্রবার এক সাক্ষাৎকারে বিএনপি মহাসচিব জানান, এখনো যারা সনদে স্বাক্ষর করেনি, তারা আলোচনার মাধ্যমে পরবর্তীতে যোগ দিতে পারে বলে তিনি আশাবাদী।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সনদে অংশ না নেওয়াকে ‘ভুল বোঝাবুঝি’ হিসেবে দেখছেন মির্জা ফখরুল। তার ভাষায়, “ঐকমত্য কমিশনের আলোচনায় এনসিপি প্রায় সব বিষয়ে ইতিবাচক ছিল। কিছু ছোটখাটো বিষয়ে ভিন্নমত ছিল, যা আলোচনার মাধ্যমে সমাধান করা যেত। তাই তাদের আজ স্বাক্ষর না করাকে আমি বিচক্ষণতার অভাব বলব।”
তিনি আরও বলেন, রাজনীতিতে বিতর্ক থাকবেই—এটাই স্বাভাবিক। “কোনো দেশেই, কোনো সময়েই বিতর্ক পুরোপুরি দূর হয় না। আমাদের সমাজে বিতর্ক পছন্দের বিষয়। কিন্তু এসবের মাঝেও আজকের অর্জনটা বিশাল—একটা বড় পদক্ষেপ।”
বিএনপি মহাসচিবের মতে, জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়ায় সামনের দিনগুলোতে আরও বিস্তারিত আলোচনা ও সমন্বয় হবে।































