ঢাকা ১১:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

এনসিপির পথসভায় অংশ, যুবলীগের তিন নেতা বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ
  • সর্বশেষ আপডেট ১২:৪৮:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫
  • / 201

এনসিপির পথসভায় অংশ, যুবলীগের তিন নেতা বহিষ্কার

দেশব্যাপী জুলাই পদযাত্রার অংশ হিসেবে কিশোরগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত পদযাত্রা ও পথসভায় অংশ নেওয়ায় তিন নেতাকে বহিষ্কার করেছে জেলা যুবলীগ।

বহিষ্কৃতরা হলেন; জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য কামরুজ্জামান সোহেল, ইটনা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক গোলাম কবির শ্যামল এবং সদস্য বাসেত আহমেদ।

গত শনিবার জেলা শহরের পুরানথানা এলাকায় অনুষ্ঠিত এনসিপির পথসভায় বক্তব্য দেন গোলাম কবির শ্যামল। ওই সভায় অংশগ্রহণের অভিযোগে জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য কামরুজ্জামান সোহেল ও ইটনা উপজেলা যুবলীগের সদস্য বাসেত আহমেদকেও বহিষ্কার করা হয়।

রোববার রাতে কিশোরগঞ্জ জেলা যুবলীগের আহ্বায়ক আমিনুল ইসলাম বকুল, যুগ্ম আহ্বায়ক মীর আমিনুল ইসলাম সোহেল এবং মো. রুহুল আমিন খান স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ হলে বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়ে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ আওয়ামী যুবলীগের গঠনতন্ত্রের ২২(ক) ধারা অনুযায়ী শৃঙ্খলাভঙ্গের দায়ে এ তিন নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এর আগে এনসিপির পদযাত্রা শেষে পথসভায় গোলাম কবির শ্যামলের বক্তব্য দেওয়ার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যা নিয়ে যুবলীগের নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এনসিপির পথসভায় অংশ, যুবলীগের তিন নেতা বহিষ্কার

সর্বশেষ আপডেট ১২:৪৮:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫

দেশব্যাপী জুলাই পদযাত্রার অংশ হিসেবে কিশোরগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত পদযাত্রা ও পথসভায় অংশ নেওয়ায় তিন নেতাকে বহিষ্কার করেছে জেলা যুবলীগ।

বহিষ্কৃতরা হলেন; জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য কামরুজ্জামান সোহেল, ইটনা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক গোলাম কবির শ্যামল এবং সদস্য বাসেত আহমেদ।

গত শনিবার জেলা শহরের পুরানথানা এলাকায় অনুষ্ঠিত এনসিপির পথসভায় বক্তব্য দেন গোলাম কবির শ্যামল। ওই সভায় অংশগ্রহণের অভিযোগে জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য কামরুজ্জামান সোহেল ও ইটনা উপজেলা যুবলীগের সদস্য বাসেত আহমেদকেও বহিষ্কার করা হয়।

রোববার রাতে কিশোরগঞ্জ জেলা যুবলীগের আহ্বায়ক আমিনুল ইসলাম বকুল, যুগ্ম আহ্বায়ক মীর আমিনুল ইসলাম সোহেল এবং মো. রুহুল আমিন খান স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ হলে বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়ে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ আওয়ামী যুবলীগের গঠনতন্ত্রের ২২(ক) ধারা অনুযায়ী শৃঙ্খলাভঙ্গের দায়ে এ তিন নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এর আগে এনসিপির পদযাত্রা শেষে পথসভায় গোলাম কবির শ্যামলের বক্তব্য দেওয়ার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যা নিয়ে যুবলীগের নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।