এনসিপির দুই নেতার পদত্যাগ
- সর্বশেষ আপডেট ০১:৩৫:৪৩ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫
- / 110
কমিটি ঘোষণার এক মাসের মাথায় জাতীয় নাগরিক কমিটি (এনসিপি) ফেনীর সোনাগাজী উপজেলা কমিটি থেকে পদত্যাগ করেছেন ইসমাইল হোসেন ও ইঞ্জিনিয়ার আলাউদ্দিন।
শুক্রবার (১৮ জুলাই) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পৃথক স্ট্যাটাসে তারা পদত্যাগের ঘোষণা দেন।
এনসিপির কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী, গত ২০ জুন সোনাগাজী উপজেলা কমিটির ২০ সদস্যের নাম ঘোষণা করা হয়। এতে ইসমাইল হোসেন ও প্রকৌশলী আলাউদ্দিন সদস্য পদে ছিলেন।
ফেসবুক স্ট্যাটাসে প্রকৌশলী আলাউদ্দিন লেখেন, “সোনাগাজী উপজেলা এনসিপির সদস্য পদ থেকে অব্যাহতি নিলাম।”
অন্যদিকে ইসমাইল হোসেন তার স্ট্যাটাসে লেখেন, “সোনাগাজী উপজেলা এনসিপি পদ থেকে অব্যাহতি নিলাম।”
এ বিষয়ে ইসমাইল হোসেন বলেন, “আমি জাতীয়তাবাদী দল বিএনপির পরিবারের লোক। দীর্ঘদিন বিএনপির রাজনীতি করায় মামলা-হামলার শিকার হয়েছি। এনসিপির উপজেলা কমিটিতে আমাকে রাখার বিষয়ে পূর্বে কোনো অবগত করা হয়নি, এমনকি আমি তাদের কোনো কর্মসূচিতেও অংশগ্রহণ করিনি। তাই আমি পদত্যাগ করেছি।”
এনসিপির সোনাগাজী উপজেলা সমন্বয়কারী আবদুল্লাহ আল মামুন বলেন, “আলাউদ্দিন আমাকে ব্যক্তিগতভাবে জানিয়েছিলেন যে, তিনি উপজেলা কমিটিতে কাজ করতে আগ্রহী নন এবং জেলা কমিটিতে কাজ করতে চান। আমি তাকে বলেছি, কোনো সমস্যা নেই, আপনি ইচ্ছা করলে জেলা পর্যায়ে কাজ করতে পারেন।”
তিনি আরও বলেন, “অপরদিকে ইসমাইল হোসেন আমাদের কিছু জানাননি। পরে শুনেছি, তিনি ফেসবুকে এনসিপি থেকে অব্যাহতি নেওয়ার একটি স্ট্যাটাস দিয়েছেন।”


































