ঢাকা ০১:২২ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

এনসিপির কেন্দ্রীয় সংগঠকের পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক, লক্ষ্মীপুর
  • সর্বশেষ আপডেট ০৮:২২:০৮ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
  • / 84

এনসিপির কেন্দ্রীয় সংগঠকের পদত্যাগ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সংগঠক মুহাম্মদ রাকিব পদত্যাগ করেছেন। দলটির বিভিন্ন পর্যায়ের নেতাদের বিরুদ্ধে আর্থিক অনিয়মসহ অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ এনে তিনি রবিবার (৩০ নভেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক বিবৃতিতে পদত্যাগের ঘোষণা দেন।

ফেসবুক পোস্টে তিনি এনসিপির প্রাথমিক সদস্যপদ, কেন্দ্রীয় সংগঠকের দায়িত্বসহ দলের সব পদ থেকে সরে দাঁড়ানোর কথা উল্লেখ করেন।

মুহাম্মদ রাকিব লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরপোড়াগাছা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের হাজীগঞ্জ এলাকার বাসিন্দা। তিনি লিখেছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক ও নির্বাহী সদস্য এবং এনসিপির প্রতিষ্ঠাকালীন দক্ষিণাঞ্চল সংগঠক হিসেবে তিনি কাজ করেছেন।

তার বক্তব্যে তিনি দাবি করেন, এনসিপি শুরু থেকেই নীতিগত ভুলের মধ্যে রাজনীতি করে আসছে। জুলাই গণঅভ্যুত্থান–পরবর্তী সময়ে তরুণদের অংশগ্রহণের ওপর ভিত্তি করে গণ–রাজনীতির কথা বললেও দলটি ধীরে ধীরে ব্যক্তিনির্ভর ও সুবিধাভিত্তিক রাজনীতির দিকে ঝুঁকে গেছে—যা সংগঠনের মৌলিক চেতনার সঙ্গে সাংঘর্ষিক।

রাকিব অভিযোগ করেন, এনসিপির একাধিক নেতা আর্থিক কেলেঙ্কারি ও নানা অপকর্মে জড়িয়ে পড়ছেন। তার ভাষায়, এসব কর্মকাণ্ড গণ-অভ্যুত্থানের আদর্শ ও জনআকাঙ্ক্ষার বিপরীত।

তিনি আরও উল্লেখ করেন, সম্প্রতি ধর্মীয় বিষয়ে এক বাউল শিল্পীর বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে এনসিপির কিছু নেতা–কর্মীর অবস্থান তিনি ‘ধর্মপ্রাণ মানুষের অনুভূতিবিরোধী’ বলে মনে করেছেন। পাশাপাশি তিনি অভিযোগ করেন, দলটির কিছু কর্মকাণ্ডে ‘বিদেশি এজেন্ডা’ বাস্তবায়নের চেষ্টা দেখা যাচ্ছে, যা দেশের ধর্মীয় মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক।

সবশেষে তিনি লিখেন, “এনসিপি জনগণের রাজনীতির পথ থেকে সরে গিয়ে ব্যক্তিকেন্দ্রিক কার্যক্রম চালাচ্ছে। তাই আমি প্রাথমিক সদস্যপদসহ কেন্দ্রীয় সংগঠক পদ থেকে পদত্যাগ করছি।”

পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে রাকিব জানান, তিনি ইতোমধ্যে পদত্যাগপত্র কেন্দ্রীয় কমিটির কাছে পাঠিয়েছেন এবং জনসাধারণকে জানাতে ফেসবুকে বিষয়টি প্রকাশ করেছেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এনসিপির কেন্দ্রীয় সংগঠকের পদত্যাগ

সর্বশেষ আপডেট ০৮:২২:০৮ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সংগঠক মুহাম্মদ রাকিব পদত্যাগ করেছেন। দলটির বিভিন্ন পর্যায়ের নেতাদের বিরুদ্ধে আর্থিক অনিয়মসহ অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ এনে তিনি রবিবার (৩০ নভেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক বিবৃতিতে পদত্যাগের ঘোষণা দেন।

ফেসবুক পোস্টে তিনি এনসিপির প্রাথমিক সদস্যপদ, কেন্দ্রীয় সংগঠকের দায়িত্বসহ দলের সব পদ থেকে সরে দাঁড়ানোর কথা উল্লেখ করেন।

মুহাম্মদ রাকিব লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরপোড়াগাছা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের হাজীগঞ্জ এলাকার বাসিন্দা। তিনি লিখেছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক ও নির্বাহী সদস্য এবং এনসিপির প্রতিষ্ঠাকালীন দক্ষিণাঞ্চল সংগঠক হিসেবে তিনি কাজ করেছেন।

তার বক্তব্যে তিনি দাবি করেন, এনসিপি শুরু থেকেই নীতিগত ভুলের মধ্যে রাজনীতি করে আসছে। জুলাই গণঅভ্যুত্থান–পরবর্তী সময়ে তরুণদের অংশগ্রহণের ওপর ভিত্তি করে গণ–রাজনীতির কথা বললেও দলটি ধীরে ধীরে ব্যক্তিনির্ভর ও সুবিধাভিত্তিক রাজনীতির দিকে ঝুঁকে গেছে—যা সংগঠনের মৌলিক চেতনার সঙ্গে সাংঘর্ষিক।

রাকিব অভিযোগ করেন, এনসিপির একাধিক নেতা আর্থিক কেলেঙ্কারি ও নানা অপকর্মে জড়িয়ে পড়ছেন। তার ভাষায়, এসব কর্মকাণ্ড গণ-অভ্যুত্থানের আদর্শ ও জনআকাঙ্ক্ষার বিপরীত।

তিনি আরও উল্লেখ করেন, সম্প্রতি ধর্মীয় বিষয়ে এক বাউল শিল্পীর বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে এনসিপির কিছু নেতা–কর্মীর অবস্থান তিনি ‘ধর্মপ্রাণ মানুষের অনুভূতিবিরোধী’ বলে মনে করেছেন। পাশাপাশি তিনি অভিযোগ করেন, দলটির কিছু কর্মকাণ্ডে ‘বিদেশি এজেন্ডা’ বাস্তবায়নের চেষ্টা দেখা যাচ্ছে, যা দেশের ধর্মীয় মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক।

সবশেষে তিনি লিখেন, “এনসিপি জনগণের রাজনীতির পথ থেকে সরে গিয়ে ব্যক্তিকেন্দ্রিক কার্যক্রম চালাচ্ছে। তাই আমি প্রাথমিক সদস্যপদসহ কেন্দ্রীয় সংগঠক পদ থেকে পদত্যাগ করছি।”

পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে রাকিব জানান, তিনি ইতোমধ্যে পদত্যাগপত্র কেন্দ্রীয় কমিটির কাছে পাঠিয়েছেন এবং জনসাধারণকে জানাতে ফেসবুকে বিষয়টি প্রকাশ করেছেন।