এখন অনেক ‘বদি’ তৈরি হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
- সর্বশেষ আপডেট ০৫:২১:৫০ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫
- / 292
মাদকবিরোধী লড়াইয়ে কেবল বাহক নয়, গডফাদারদেরও আইনের আওতায় আনার ওপর জোর দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার (২৫ জুন) ‘মাদকের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস, ২০২৫’ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।
রাজধানীতে অনুষ্ঠিত এ আয়োজনে ৩২টি বেসরকারি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের প্রতিনিধিদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়। পরে এক প্রেস ব্রিফিংয়ে উপদেষ্টা বলেন, “আমরা শুধু বাহকদের ধরছি, কিন্তু গডফাদাররা রয়ে যাচ্ছে ধরা-ছোঁয়ার বাইরে। বাহক ধরা যথেষ্ট নয়, মূল হোতাদের ধরতে হবে।”
তিনি বলেন, “আপনারা হাতিয়ার চেয়েছেন—আমরা দিয়েছি। ১৪০০ কোটি টাকার নিরাময় কেন্দ্র স্থাপন করেছি, জনবলও বাড়ানো হয়েছে। এবার চাই গডফাদারদের গ্রেপ্তার।”
সীমান্ত এলাকা ঘিরে মাদক প্রবাহের বিষয়ে তিনি বলেন, “একটি দেশের বাহিনী মাদক পাচারকে আয়ের উৎস হিসেবে নিচ্ছে। সেখান থেকে সংসার চলে। বিষয়টি বন্ধ করতে আমরা নানা কৌশলে চেষ্টা চালাচ্ছি। এখনো পুরোপুরি সফল হইনি, তবে পিছিয়ে নেই।”
সাবেক সংসদ সদস্য ও আলোচিত ইয়াবা ব্যবসায়ী হিসেবে পরিচিত আব্দুর রহমান বদিকে ইঙ্গিত করে উপদেষ্টা বলেন, “এখন অনেক ‘বদি’ তৈরি হয়েছে। তারা সমাজ ও রাষ্ট্রের জন্য ভয়ঙ্কর। কীভাবে তাদের ধরা যায়, সেই পথও খোঁজা হচ্ছে।”
































