ঢাকা ০১:০০ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

এক সপ্তাহ ধরে এনসিপি নেতার বাবা নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক, মেহেরপুর
  • সর্বশেষ আপডেট ০৪:৪২:২৫ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
  • / 92

এক সপ্তাহ ধরে এনসিপির নেতা বাবা নিখোঁজ

মেহেরপুরে এক সপ্তাহ ধরে নিখোঁজ রয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক ও এনসিপির জেলা কমিটির সদস্য তামিম ইসলামের বাবা কামরুল ইসলাম। নিখোঁজ হওয়ায় তার পরিবারে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।

কামরুল ইসলাম পেশায় ব্যবসায়ী এবং মেহেরপুর জেলা ট্রাক ও ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক। তিনি মেহেরপুর সরকারি কলেজপাড়া এলাকার বাসিন্দা ও হায়দার আলীর ছেলে। নিখোঁজের ঘটনায় তার ছেলে তামিম ইসলাম মেহেরপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

তামিম ইসলাম জানান, গত ৮ ডিসেম্বর বাবা হিরো হোন্ডা ব্র্যান্ডের একটি মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন এবং এরপর আর ফিরে আসেননি। নিখোঁজের সময় তিনি কালো প্যান্ট, লাল গেঞ্জি এবং নীল ব্লেজার পরেছিলেন।

তামিম বলেন, ঘটনার পর থেকে আত্মীয়স্বজনের বাড়িসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজ নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকেও এখনো কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। পরিবার দুশ্চিন্তা ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে।

মেহেরপুর সদর থানার ওসি হুমায়ুন কবির জানান, নিখোঁজ ব্যক্তির সন্ধানে বিভিন্নভাবে অনুসন্ধান চালানো হচ্ছে। তার ব্যবহৃত মোবাইল ফোনটি বর্তমানে বন্ধ পাওয়া যাচ্ছে।

অপহরণের আশঙ্কা আছে কি না এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, এখনো তেমন কোনো লক্ষণ পাওয়া যায়নি। তবে দ্রুত সন্ধান পেতে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এক সপ্তাহ ধরে এনসিপি নেতার বাবা নিখোঁজ

সর্বশেষ আপডেট ০৪:৪২:২৫ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫

মেহেরপুরে এক সপ্তাহ ধরে নিখোঁজ রয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক ও এনসিপির জেলা কমিটির সদস্য তামিম ইসলামের বাবা কামরুল ইসলাম। নিখোঁজ হওয়ায় তার পরিবারে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।

কামরুল ইসলাম পেশায় ব্যবসায়ী এবং মেহেরপুর জেলা ট্রাক ও ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক। তিনি মেহেরপুর সরকারি কলেজপাড়া এলাকার বাসিন্দা ও হায়দার আলীর ছেলে। নিখোঁজের ঘটনায় তার ছেলে তামিম ইসলাম মেহেরপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

তামিম ইসলাম জানান, গত ৮ ডিসেম্বর বাবা হিরো হোন্ডা ব্র্যান্ডের একটি মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন এবং এরপর আর ফিরে আসেননি। নিখোঁজের সময় তিনি কালো প্যান্ট, লাল গেঞ্জি এবং নীল ব্লেজার পরেছিলেন।

তামিম বলেন, ঘটনার পর থেকে আত্মীয়স্বজনের বাড়িসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজ নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকেও এখনো কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। পরিবার দুশ্চিন্তা ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে।

মেহেরপুর সদর থানার ওসি হুমায়ুন কবির জানান, নিখোঁজ ব্যক্তির সন্ধানে বিভিন্নভাবে অনুসন্ধান চালানো হচ্ছে। তার ব্যবহৃত মোবাইল ফোনটি বর্তমানে বন্ধ পাওয়া যাচ্ছে।

অপহরণের আশঙ্কা আছে কি না এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, এখনো তেমন কোনো লক্ষণ পাওয়া যায়নি। তবে দ্রুত সন্ধান পেতে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।