ঢাকা ০৮:৪০ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শাজাহান খান বললেন

‘এক মাঘে শীত যায় না’, মব তৈরি করে হত্যার বিচার হবেই’

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০২:২৯:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫
  • / 232

শাজাহান খান

আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্য করে সংঘবদ্ধভাবে মব তৈরি করে হত্যাকাণ্ড চালানো হচ্ছে—এমন অভিযোগ তুলে এর কঠোর বিচার হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সাবেক নৌপরিবহনমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান

সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “এটা ঠিক হচ্ছে না। আওয়ামী লীগের নেতাকর্মীদের মব তৈরি করে মারা হচ্ছে। এক মাঘে শীত যায় না—এর বিচার হবেই।” তিনি আরও বলেন, “১৬২ জন নেতা-কর্মী নিহত হয়েছেন। কেউ যেন মনে না করে এসবের বিচার হবে না।”

সাংবাদিকদের “দেশ কেমন চলছে” এমন প্রশ্নে হেসে তিনি বলেন, “এক হাতে তালি বাজে না।” এরপর তিনি হাসিমুখে সাংবাদিকদের খোঁজখবর নেন।

সোমবার সকাল ১০টার দিকে শাজাহান খান ছাড়াও সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানকে আদালতে তোলা হয়। তাদের সবাইকেই হ্যান্ডকাফ, বুলেটপ্রুফ জ্যাকেট ও হেলমেট পরানো অবস্থায় আনা হয়। কাঠগড়ায় তোলার পর এসব সরঞ্জাম খুলে নেওয়া হয়।

আদালত প্রক্রিয়া চলাকালে শাজাহান খান ও আনিসুল হক নিজেদের মধ্যে আলাপ করেন। বিচারক এজলাসে প্রবেশ করলে তারা চুপচাপ দাঁড়িয়ে থাকেন। সালমান এফ রহমানকে দেখা যায় সবচেয়ে পেছনে নিরবভাবে দাঁড়িয়ে থাকতে।

যাত্রাবাড়ী থানায় করা সাজেদুর রহমান ওমর হত্যা মামলায় শাজাহান খান, আনিসুল হক এবং সালমান এফ রহমানের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম। পিপি ওমর ফারুক ফারুকী আদালতে বলেন, “তারা সাধারণ আসামি নন। রাজনীতিক ও নীতিনির্ধারক হিসেবে আন্দোলন দমনে ভূমিকা রেখেছেন।”

শুনানিতে শাজাহান খান পাল্টা মন্তব্য করেন, “পিপি সাহেব বিএনপির বড় নেতা। ভুতুড়ে মামলায় বারবার আমাদের রিমান্ডে নেওয়া হচ্ছে।”

একইদিন, সাবেক এমপি কাজী মনিরুল ইসলাম মনুকে রিটন উদ্দিন হত্যা মামলায় এক দিনের রিমান্ড দেওয়া হয়। রাসেল হত্যা মামলায় তার রিমান্ড আবেদন নামঞ্জুর করা হয়।

পল্টনে ২০২৩ সালের ২৮ অক্টোবরের সায়মন হত্যাচেষ্টা মামলায় সাবেক চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল সোহাইলের তিন দিনের রিমান্ড মঞ্জুর করা হয় মোহাম্মদপুর থানার হত্যা মামলায় আ. কা. ম. সরওয়ার জাহান বাদশাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করা হয়। রমজান মিয়া জীবন হত্যা মামলায় তাজুল ইসলামকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

গত ২১ জুলাই যাত্রাবাড়ীতে ছাত্র-জনতার আন্দোলনে অংশ নিয়ে মাথায় গুলিবিদ্ধ হন সাজেদুর রহমান ওমর। পরে তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এই ঘটনায় ৩ জানুয়ারি শেখ হাসিনাসহ ৮১ জনকে আসামি করে মামলা করা হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

শাজাহান খান বললেন

‘এক মাঘে শীত যায় না’, মব তৈরি করে হত্যার বিচার হবেই’

সর্বশেষ আপডেট ০২:২৯:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫

আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্য করে সংঘবদ্ধভাবে মব তৈরি করে হত্যাকাণ্ড চালানো হচ্ছে—এমন অভিযোগ তুলে এর কঠোর বিচার হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সাবেক নৌপরিবহনমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান

সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “এটা ঠিক হচ্ছে না। আওয়ামী লীগের নেতাকর্মীদের মব তৈরি করে মারা হচ্ছে। এক মাঘে শীত যায় না—এর বিচার হবেই।” তিনি আরও বলেন, “১৬২ জন নেতা-কর্মী নিহত হয়েছেন। কেউ যেন মনে না করে এসবের বিচার হবে না।”

সাংবাদিকদের “দেশ কেমন চলছে” এমন প্রশ্নে হেসে তিনি বলেন, “এক হাতে তালি বাজে না।” এরপর তিনি হাসিমুখে সাংবাদিকদের খোঁজখবর নেন।

সোমবার সকাল ১০টার দিকে শাজাহান খান ছাড়াও সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানকে আদালতে তোলা হয়। তাদের সবাইকেই হ্যান্ডকাফ, বুলেটপ্রুফ জ্যাকেট ও হেলমেট পরানো অবস্থায় আনা হয়। কাঠগড়ায় তোলার পর এসব সরঞ্জাম খুলে নেওয়া হয়।

আদালত প্রক্রিয়া চলাকালে শাজাহান খান ও আনিসুল হক নিজেদের মধ্যে আলাপ করেন। বিচারক এজলাসে প্রবেশ করলে তারা চুপচাপ দাঁড়িয়ে থাকেন। সালমান এফ রহমানকে দেখা যায় সবচেয়ে পেছনে নিরবভাবে দাঁড়িয়ে থাকতে।

যাত্রাবাড়ী থানায় করা সাজেদুর রহমান ওমর হত্যা মামলায় শাজাহান খান, আনিসুল হক এবং সালমান এফ রহমানের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম। পিপি ওমর ফারুক ফারুকী আদালতে বলেন, “তারা সাধারণ আসামি নন। রাজনীতিক ও নীতিনির্ধারক হিসেবে আন্দোলন দমনে ভূমিকা রেখেছেন।”

শুনানিতে শাজাহান খান পাল্টা মন্তব্য করেন, “পিপি সাহেব বিএনপির বড় নেতা। ভুতুড়ে মামলায় বারবার আমাদের রিমান্ডে নেওয়া হচ্ছে।”

একইদিন, সাবেক এমপি কাজী মনিরুল ইসলাম মনুকে রিটন উদ্দিন হত্যা মামলায় এক দিনের রিমান্ড দেওয়া হয়। রাসেল হত্যা মামলায় তার রিমান্ড আবেদন নামঞ্জুর করা হয়।

পল্টনে ২০২৩ সালের ২৮ অক্টোবরের সায়মন হত্যাচেষ্টা মামলায় সাবেক চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল সোহাইলের তিন দিনের রিমান্ড মঞ্জুর করা হয় মোহাম্মদপুর থানার হত্যা মামলায় আ. কা. ম. সরওয়ার জাহান বাদশাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করা হয়। রমজান মিয়া জীবন হত্যা মামলায় তাজুল ইসলামকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

গত ২১ জুলাই যাত্রাবাড়ীতে ছাত্র-জনতার আন্দোলনে অংশ নিয়ে মাথায় গুলিবিদ্ধ হন সাজেদুর রহমান ওমর। পরে তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এই ঘটনায় ৩ জানুয়ারি শেখ হাসিনাসহ ৮১ জনকে আসামি করে মামলা করা হয়।