ঢাকা ১০:১২ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

এক্সপ্রেসওয়েতে সড়ক দূর্ঘটনায় আহত ২০

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০১:৪০:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬
  • / 185

সড়ক দূর্ঘটনা

ঘন কুয়াশার কারণে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মুন্সিগঞ্জের শ্রীনগর ও লৌহজং এলাকায় পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় অন্তত সাতটি যানবাহনের সংঘর্ষ হয়েছে। এসব ঘটনায় কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন কাভার্ডভ্যানচালক ও একজন বাসচালকসহ তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) দিবাগত রাত ১টা থেকে শুক্রবার (২ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার মধ্যে এসব দুর্ঘটনা ঘটে। শ্রীনগর উপজেলার ছনবাড়ী ব্রিজের ঢাল এবং লৌহজং উপজেলার মেদেনীমন্ডল এলাকায় মাওয়ামুখী লেনে দুর্ঘটনাগুলো ঘটে। সর্বশেষ ভোরে শ্রীনগরে একটি কাভার্ডভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ১টার দিকে শ্রীনগরের ছনবাড়ী ব্রিজ এলাকায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি ট্রাককে ধাক্কা দেয়। কিছুক্ষণ পর পেছন থেকে আরেকটি ট্রাক বাসটিকে সজোরে ধাক্কা দিলে তিনটি যানবাহনের সংঘর্ষ ঘটে। এতে বাসচালকসহ অন্তত ১৬ জন আহত হন।

খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর কয়েকজনের অবস্থার অবনতি হলে তাদের ঢাকা ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

অন্যদিকে লৌহজং উপজেলার মেদেনীমন্ডল এলাকায় একটি দ্রুতগতির কাভার্ডভ্যান ঘন কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি ট্রাককে ধাক্কা দেয়। এতে কাভার্ডভ্যানটির সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং চালক ভেতরে আটকে পড়েন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা দুজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠান।

আশঙ্কাজনক অবস্থায় থাকা আহতদের মধ্যে রয়েছেন ট্রাকচালক মো. রিপন মিয়া (৫৫) ও বাসের সুপারভাইজার মো. মানিক মিয়া (৪৪)। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পৃথক তিনটি দুর্ঘটনার কারণে কিছু সময়ের জন্য ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যান চলাচল ব্যাহত হয়। পরে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।

শ্রীনগর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, বৃহস্পতিবার রাত থেকে এক্সপ্রেসওয়েজুড়ে ঘন কুয়াশা থাকায় সামান্য দূরত্বও দেখা যাচ্ছিল না। এর সঙ্গে অতিরিক্ত গতি ও চালকদের অসতর্কতাই এসব দুর্ঘটনার প্রধান কারণ বলে ধারণা করা হচ্ছে।

তিনি আরও জানান, দুর্ঘটনায় জড়িত যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছে হাইওয়ে পুলিশ।

Tag :

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এক্সপ্রেসওয়েতে সড়ক দূর্ঘটনায় আহত ২০

সর্বশেষ আপডেট ০১:৪০:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬

ঘন কুয়াশার কারণে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মুন্সিগঞ্জের শ্রীনগর ও লৌহজং এলাকায় পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় অন্তত সাতটি যানবাহনের সংঘর্ষ হয়েছে। এসব ঘটনায় কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন কাভার্ডভ্যানচালক ও একজন বাসচালকসহ তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) দিবাগত রাত ১টা থেকে শুক্রবার (২ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার মধ্যে এসব দুর্ঘটনা ঘটে। শ্রীনগর উপজেলার ছনবাড়ী ব্রিজের ঢাল এবং লৌহজং উপজেলার মেদেনীমন্ডল এলাকায় মাওয়ামুখী লেনে দুর্ঘটনাগুলো ঘটে। সর্বশেষ ভোরে শ্রীনগরে একটি কাভার্ডভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ১টার দিকে শ্রীনগরের ছনবাড়ী ব্রিজ এলাকায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি ট্রাককে ধাক্কা দেয়। কিছুক্ষণ পর পেছন থেকে আরেকটি ট্রাক বাসটিকে সজোরে ধাক্কা দিলে তিনটি যানবাহনের সংঘর্ষ ঘটে। এতে বাসচালকসহ অন্তত ১৬ জন আহত হন।

খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর কয়েকজনের অবস্থার অবনতি হলে তাদের ঢাকা ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

অন্যদিকে লৌহজং উপজেলার মেদেনীমন্ডল এলাকায় একটি দ্রুতগতির কাভার্ডভ্যান ঘন কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি ট্রাককে ধাক্কা দেয়। এতে কাভার্ডভ্যানটির সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং চালক ভেতরে আটকে পড়েন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা দুজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠান।

আশঙ্কাজনক অবস্থায় থাকা আহতদের মধ্যে রয়েছেন ট্রাকচালক মো. রিপন মিয়া (৫৫) ও বাসের সুপারভাইজার মো. মানিক মিয়া (৪৪)। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পৃথক তিনটি দুর্ঘটনার কারণে কিছু সময়ের জন্য ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যান চলাচল ব্যাহত হয়। পরে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।

শ্রীনগর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, বৃহস্পতিবার রাত থেকে এক্সপ্রেসওয়েজুড়ে ঘন কুয়াশা থাকায় সামান্য দূরত্বও দেখা যাচ্ছিল না। এর সঙ্গে অতিরিক্ত গতি ও চালকদের অসতর্কতাই এসব দুর্ঘটনার প্রধান কারণ বলে ধারণা করা হচ্ছে।

তিনি আরও জানান, দুর্ঘটনায় জড়িত যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছে হাইওয়ে পুলিশ।