মতবিনিময় সভায় তারেক রহমান
একাত্তরে লাখ লাখ মানুষ হত্যাকারী দল এখন ভোট চায়
- সর্বশেষ আপডেট ০৬:৩৮:১৩ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
- / 72
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, একটি দল ১৯৭১ সালে লাখ লাখ মানুষকে হত্যা করলেও এখন ভোট চায়। তিনি বলেন, জনগণ ইতিমধ্যেই তাদের অতীত দেখেছে; তখন তারা গণহত্যার পাশাপাশি নারী-শিশুদের প্রতি জঘন্য আচরণ করেছে। বর্তমানেও তারা নানা প্রতিশ্রুতির টিকিট বিক্রি করছে। মুসলিম হিসেবে তার বিশ্বাস, সবকিছুর মালিক একমাত্র আল্লাহ, তাই যা করতে পারবে সে সীমাবদ্ধতার মধ্যে প্রতিশ্রুতি দেবে।
রোববার (৭ ডিসেম্বর) রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউটে ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক মতবিনিময় সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, সামনে কঠিন সময় অপেক্ষা করছে এবং বিভিন্ন ষড়যন্ত্র হচ্ছে। গণতন্ত্র প্রতিষ্ঠা করলে এসব ষড়যন্ত্র ব্যর্থ হবে। দেশের উন্নয়নের জন্য সকলকে একসাথে কাজ করতে হবে।
তারেক রহমান দুর্নীতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের গুরুত্ব উল্লেখ করেন। তিনি বলেন, বিএনপি সরকার ২০০১ সালে দায়িত্ব নেয়ার পর ধীরে ধীরে দুর্নীতি হ্রাস করেছে। তিনি অভিযোগ করেন, বিগত ফ্যাসিস্ট সরকার আইনশৃঙ্খলা বাহিনীকে অপব্যবহার করেছে, যা বিএনপি সরকার উন্নত করেছে।
তিনি বলেন, বিএনপির একমাত্র লক্ষ্য দেশ গড়া। অতীতে সংকটকালে মানুষ বিএনপিকে ক্ষমতা দিয়েছে এবং তারা আইন, শিক্ষা, অর্থ ও কৃষিখাতে শৃঙ্খলা ফিরিয়ে এনেছে। দেশের অরাজকতা, নারীর অধিকার, শিক্ষা ও পরিবেশ নিয়ে জনগণকে সচেতন করতে হবে।
তারেক রহমান বলেন, স্বাবলম্বী বাংলাদেশ গড়ার জন্য দলের প্রতিনিধিরা মানুষের দোরগোড়ায় যেতে হবে। একসাথে কাজ করলে লক্ষ্য অর্জন সম্ভব। বিএনপি ক্ষমতায় এলে নারী ও কৃষকের জন্য নেওয়া পদক্ষেপ তৃণমূলে পৌঁছে দিতে হবে।
সভায় অনুষ্ঠানের উদ্বোধন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভাপতিত্ব করেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং সঞ্চালনা করেন যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল। উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, ঢাকা জেলা সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন।
































