একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিলেন পাকিস্তানি নারী
- সর্বশেষ আপডেট ১১:০০:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
- / 207
পাকিস্তানের করাচির বলদিয়া টাউনে একইসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন এক নারী। স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে জরুরি সিজারিয়ান সেকশনের মাধ্যমে তিন মেয়ে ও দুই ছেলে নবজাতকের জন্ম হয়েছে। খবর সামা টিভির।
চিকিৎসকরা জানিয়েছেন, পাঁচটি শিশু নির্ধারিত সময়ের কিছু সপ্তাহ আগে জন্মগ্রহণ করেছে, ফলে তাদের স্বাস্থ্যে গুরুতর উদ্বেগ দেখা দিয়েছে। নবজাতকদের ওজন অনেক কম এবং তারা জন্মের পর থেকেই শ্বাসকষ্টে ভুগছে। বর্তমানে তাদের নিবিড় পরিচর্যা ও পর্যবেক্ষণে রাখা হয়েছে।
শিশুদের বাবা আদনান শেখ সামা টিভির সঙ্গে কথা বলেন, তিনি কৃতজ্ঞ ও উদ্বিগ্ন। তিনি বলেন, ‘আমার বিয়ে মাত্র এক বছর হলো এবং এটি আমার স্ত্রীর প্রথম সন্তান প্রসব। আমরা এ মহান সুযোগের জন্য কৃতজ্ঞ হলেও, হাসপাতালের খরচ আমাদের পক্ষে বহন করা কঠিন।’
তিনি জনসাধারণ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আর্থিক সহায়তার আবেদন জানান।
আদনান আরও বলেন, ‘আমি কখনো ভাবিনি আল্লাহ আমাদের একসঙ্গে পাঁচ সন্তান দেবে। আমি শুধু চাই তারা সুস্থ ও শক্তিশালী হয়ে বেড়ে উঠুক।’
































