একসঙ্গে জন্ম নেওয়া পাঁচ সন্তান হাসপাতালে ভর্তি
- সর্বশেষ আপডেট ০৬:৫৬:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
- / 51
বরিশালে সোহেল হাওলাদার ও লামিয়া আক্তারের এক সঙ্গে জন্ম নেওয়া পাঁচ সন্তানের চিকিৎসার দায়িত্ব নিয়েছে জেলা সমাজসেবা অফিস। বরিশাল জেলা সমাজসেবা অফিসের উপপরিচালক একেএম আখতারুজ্জামান তালুকদার ও সহকারী পরিচালক সাজ্জাদ পারভেজ পাঁচ শিশুর চিকিৎসার ব্যবস্থা করেছেন।
সোহেল-লামিয়া দম্পতির কোলজুড়ে জন্ম নেয় তিন পুত্র ও দুই কন্যা সন্তান। জন্মের পর প্রথম কয়েক মাস শিশুরা সুস্থ ছিল। কিন্তু শীতের শুরুতে তারা ঠান্ডাজনিত অসুস্থতায় ভুগতে শুরু করে। ২২ নভেম্বর থেকে পাঁচজনকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মা লামিয়া আক্তার জানান, পাঁচ সন্তান লালন-পালন করা অত্যন্ত ব্যয়বহুল। প্রতিদিন ডায়াপার ও দুধের চাহিদা পূরণ করা কঠিন হয়ে পড়েছে। বাবা সোহেল হাওলাদার বলেন, দৈনিক কমপক্ষে দুই হাজার টাকা ব্যয় হচ্ছে, কিন্তু সমর্থন পাওয়া যাচ্ছে কম।
বরিশাল জেলা সমাজসেবা কর্মকর্তারা হাসপাতালে গিয়ে শিশুদের চিকিৎসা নিশ্চিত করেছেন। শিশুদের জন্য বিনামূল্যে ওষুধ ও দুধের ব্যবস্থা করা হয়েছে। কর্মকর্তারা বলেন, পরিবারের পাশে দাঁড়ানো সমাজ ও সরকারের জন্য গুরুত্বপূর্ণ, যাতে পাঁচ সন্তান সুস্থভাবে বড় হতে পারে।

































