ঢাকা ০২:১২ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

একনেক সভায় ৭১৫০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

অর্থনৈতিক প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৩:৩৫:৪৪ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
  • / 57

একনেক সভায় ৭১৫০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ৭ হাজার ১৫০ কোটি ২১ লাখ টাকা ব্যয় সম্বলিত ১২টি প্রকল্প অনুমোদন করেছে। অনুমোদিত প্রকল্পগুলোর সম্পূর্ণ ব্যয় সরকার নিজস্ব তহবিল থেকে বহন করবে। সোমবার (১০ নভেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক সভা শেষে এই তথ্য জানানো হয়। বৈঠকের সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ও একনেক চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূস।

পরিকল্পনা কমিশনের তথ্য অনুযায়ী, অনুমোদিত ১২টির মধ্যে নতুন প্রকল্প রয়েছে ৮টি, সংশোধিত প্রকল্প ২টি এবং মেয়াদ বৃদ্ধির প্রকল্প ২টি।

অনুমোদিত প্রকল্পের সংক্ষিপ্ত বিবরণ:

পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়: ‘মানিকগঞ্জ জেলার গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন’ এবং ‘সাতক্ষীরা জেলা গ্রামীণ অবকাঠামো উন্নয়ন’।

কৃষি মন্ত্রণালয়: ‘কিশোরগঞ্জ ও নেত্রকোণা জেলার হাওর এলাকার ক্ষুদ্রসেচ ব্যবস্থাপনার উন্নয়ন’ (৩য় সংশোধন)।

শিক্ষা মন্ত্রণালয়: ‘গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন’ এবং চট্টগ্রাম, খুলনা, রাজশাহী ও রংপুর বিভাগে ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপন (২য় সংশোধিত)।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়: ‘সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা স্তম্ভ নির্মাণ (৩য় পর্যায়) (১ম সংশোধিত)’।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়: পরিবার পরিকল্পনা ও মা, শিশু, প্রজনন স্বাস্থ্য সেবা সম্পর্কিত অসমাপ্ত কার্যক্রম বাস্তবায়ন, স্বাস্থ্য শিক্ষা ও নার্সিং- মিডওয়াইফারী অধিদপ্তরের কার্যক্রম ব্যবস্থাপনায় সমন্বিত উন্নয়ন, এবং PFD, HEF, IFM, HRD ও SWPMM সম্পর্কিত অসমাপ্ত কার্যক্রম।

প্রতিরক্ষা মন্ত্রণালয়: ‘ঢাকা সেনানিবাসে ‘বি’ টাইপ অফিসার্স বাসস্থান নির্মাণ’।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়: ‘নড়াইল-কালিয়া জেলা মহাসড়কের ২১তম কিলোমিটারে কালিয়া সেতু নির্মাণ (২য় সংশোধিত)’।

শিল্প মন্ত্রণালয়: ‘বিসিক শিল্প পার্ক, টাঙ্গাইল (৩য় সংশোধিত)’।

সভায় আরও ৯টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়, যা মূলত শিক্ষা, মুক্তিযোদ্ধা সংরক্ষণ, যুব প্রশিক্ষণ, এআই দক্ষতা উন্নয়ন, বন ব্যবস্থাপনা, কৃষি গবেষণা, ঢাকা শহর উন্নয়ন এবং র‍্যাবের কারিগরি ও প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধির সঙ্গে সম্পর্কিত।

সভায় উপস্থিত ছিলেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ, অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ, আইন ও বিচার উপদেষ্টা ড. আসিফ নজরুল, স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, শিল্প ও গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, স্থানীয় সরকার উপদেষ্টা নূরজাহান বেগমসহ অন্যান্য সংশ্লিষ্ট উপদেষ্টা ও কর্মকর্তারা।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

একনেক সভায় ৭১৫০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

সর্বশেষ আপডেট ০৩:৩৫:৪৪ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ৭ হাজার ১৫০ কোটি ২১ লাখ টাকা ব্যয় সম্বলিত ১২টি প্রকল্প অনুমোদন করেছে। অনুমোদিত প্রকল্পগুলোর সম্পূর্ণ ব্যয় সরকার নিজস্ব তহবিল থেকে বহন করবে। সোমবার (১০ নভেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক সভা শেষে এই তথ্য জানানো হয়। বৈঠকের সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ও একনেক চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূস।

পরিকল্পনা কমিশনের তথ্য অনুযায়ী, অনুমোদিত ১২টির মধ্যে নতুন প্রকল্প রয়েছে ৮টি, সংশোধিত প্রকল্প ২টি এবং মেয়াদ বৃদ্ধির প্রকল্প ২টি।

অনুমোদিত প্রকল্পের সংক্ষিপ্ত বিবরণ:

পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়: ‘মানিকগঞ্জ জেলার গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন’ এবং ‘সাতক্ষীরা জেলা গ্রামীণ অবকাঠামো উন্নয়ন’।

কৃষি মন্ত্রণালয়: ‘কিশোরগঞ্জ ও নেত্রকোণা জেলার হাওর এলাকার ক্ষুদ্রসেচ ব্যবস্থাপনার উন্নয়ন’ (৩য় সংশোধন)।

শিক্ষা মন্ত্রণালয়: ‘গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন’ এবং চট্টগ্রাম, খুলনা, রাজশাহী ও রংপুর বিভাগে ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপন (২য় সংশোধিত)।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়: ‘সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা স্তম্ভ নির্মাণ (৩য় পর্যায়) (১ম সংশোধিত)’।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়: পরিবার পরিকল্পনা ও মা, শিশু, প্রজনন স্বাস্থ্য সেবা সম্পর্কিত অসমাপ্ত কার্যক্রম বাস্তবায়ন, স্বাস্থ্য শিক্ষা ও নার্সিং- মিডওয়াইফারী অধিদপ্তরের কার্যক্রম ব্যবস্থাপনায় সমন্বিত উন্নয়ন, এবং PFD, HEF, IFM, HRD ও SWPMM সম্পর্কিত অসমাপ্ত কার্যক্রম।

প্রতিরক্ষা মন্ত্রণালয়: ‘ঢাকা সেনানিবাসে ‘বি’ টাইপ অফিসার্স বাসস্থান নির্মাণ’।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়: ‘নড়াইল-কালিয়া জেলা মহাসড়কের ২১তম কিলোমিটারে কালিয়া সেতু নির্মাণ (২য় সংশোধিত)’।

শিল্প মন্ত্রণালয়: ‘বিসিক শিল্প পার্ক, টাঙ্গাইল (৩য় সংশোধিত)’।

সভায় আরও ৯টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়, যা মূলত শিক্ষা, মুক্তিযোদ্ধা সংরক্ষণ, যুব প্রশিক্ষণ, এআই দক্ষতা উন্নয়ন, বন ব্যবস্থাপনা, কৃষি গবেষণা, ঢাকা শহর উন্নয়ন এবং র‍্যাবের কারিগরি ও প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধির সঙ্গে সম্পর্কিত।

সভায় উপস্থিত ছিলেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ, অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ, আইন ও বিচার উপদেষ্টা ড. আসিফ নজরুল, স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, শিল্প ও গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, স্থানীয় সরকার উপদেষ্টা নূরজাহান বেগমসহ অন্যান্য সংশ্লিষ্ট উপদেষ্টা ও কর্মকর্তারা।