ঢাকা ০৫:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
পররাষ্ট্র উপদেষ্টা

একদিনের মধ্যেই ট্রাভেল পাস পাবেন তারেক রহমান

কূটনৈতিক প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৪:২১:৫৮ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
  • / 86

পররাষ্ট্র উপদেষ্টা ও তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরতে চাইলে অন্তর্বর্তী সরকার মাত্র এক দিনের মধ্যেই তার জন্য ট্রাভেল পাস ইস্যু করতে প্রস্তুত—এমন মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন

রোববার (৩০ নভেম্বর) বিকেলে প্রেস ক্লাবে ডিক্যাব আয়োজিত ‘বাংলাদেশের পররাষ্ট্রনীতি : পরিবর্তনশীল বিশ্বে একটি প্রাসঙ্গিক ভূমিকা নির্ধারণ’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এই বক্তব্য দেন।

তৌহিদ হোসেন বলেন, তারেক রহমান বর্তমানে লন্ডনে কোন পরিচয়ে অবস্থান করছেন তা সরকারের জানা নেই। তিনি দেশে ফিরতে চাইলে কোনো তৃতীয় দেশ বাধা দিতে পারে, তবে সেটি খুব অস্বাভাবিক নয় বলেও মন্তব্য করেন তিনি।

পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে যে পরিবর্তন এসেছে, প্রতিবেশী ভারতকে তার সঙ্গে মানিয়ে নিতে কিছুটা সময় লাগছে। তবুও দুই দেশের মধ্যে কার্যকরী সম্পর্ক দ্রুতই স্বাভাবিক হবে বলে তিনি আশা করছেন।

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের অবস্থান প্রসঙ্গে তিনি উল্লেখ করেন—ভারতে তিনি আছেন বলে জানা গেলেও দিল্লির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো তথ্য বা অবস্থান জানানো হয়নি। তাকে ফিরিয়ে দেওয়া নিয়ে কোনো আনুষ্ঠানিক আলোচনাও এখনো হয়নি।

শেখ হাসিনা ইস্যুতে তৌহিদ হোসেন বলেন, তাকে ভারত ফেরত না দিলেও ঢাকা-দিল্লি সম্পর্ক স্থবির হবে না। যেহেতু তিনি দণ্ডিত, তাই বাংলাদেশ দ্রুততম সময়ে তাকে ফেরত পাওয়ার প্রত্যাশা করছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

পররাষ্ট্র উপদেষ্টা

একদিনের মধ্যেই ট্রাভেল পাস পাবেন তারেক রহমান

সর্বশেষ আপডেট ০৪:২১:৫৮ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরতে চাইলে অন্তর্বর্তী সরকার মাত্র এক দিনের মধ্যেই তার জন্য ট্রাভেল পাস ইস্যু করতে প্রস্তুত—এমন মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন

রোববার (৩০ নভেম্বর) বিকেলে প্রেস ক্লাবে ডিক্যাব আয়োজিত ‘বাংলাদেশের পররাষ্ট্রনীতি : পরিবর্তনশীল বিশ্বে একটি প্রাসঙ্গিক ভূমিকা নির্ধারণ’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এই বক্তব্য দেন।

তৌহিদ হোসেন বলেন, তারেক রহমান বর্তমানে লন্ডনে কোন পরিচয়ে অবস্থান করছেন তা সরকারের জানা নেই। তিনি দেশে ফিরতে চাইলে কোনো তৃতীয় দেশ বাধা দিতে পারে, তবে সেটি খুব অস্বাভাবিক নয় বলেও মন্তব্য করেন তিনি।

পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে যে পরিবর্তন এসেছে, প্রতিবেশী ভারতকে তার সঙ্গে মানিয়ে নিতে কিছুটা সময় লাগছে। তবুও দুই দেশের মধ্যে কার্যকরী সম্পর্ক দ্রুতই স্বাভাবিক হবে বলে তিনি আশা করছেন।

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের অবস্থান প্রসঙ্গে তিনি উল্লেখ করেন—ভারতে তিনি আছেন বলে জানা গেলেও দিল্লির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো তথ্য বা অবস্থান জানানো হয়নি। তাকে ফিরিয়ে দেওয়া নিয়ে কোনো আনুষ্ঠানিক আলোচনাও এখনো হয়নি।

শেখ হাসিনা ইস্যুতে তৌহিদ হোসেন বলেন, তাকে ভারত ফেরত না দিলেও ঢাকা-দিল্লি সম্পর্ক স্থবির হবে না। যেহেতু তিনি দণ্ডিত, তাই বাংলাদেশ দ্রুততম সময়ে তাকে ফেরত পাওয়ার প্রত্যাশা করছে।