ঢাকা ১০:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ১৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

একটি দল টাকা দিয়ে ভোট কিনছে : সেলিমা রহমান

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৯:০৬:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬
  • / 6

সেলিমা রহমান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান অভিযোগ করেছেন, একটি রাজনৈতিক দল আসন্ন নির্বাচনে ভোট প্রভাবিত করতে টাকা দিয়ে ভোট কিনছে। তিনি সবাইকে সতর্ক থাকার এবং এ ধরনের কার্যক্রম রোধ করার আহ্বান জানান।

শুক্রবার (৩০ জানুয়ারি) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে “প্রবাসীদের ভোট, ১৩তম জাতীয় নির্বাচন এবং নাগরিক ভাবনা” শীর্ষক আলোচনায় তিনি বলেন, ১৭ বছরের বিরতির পর বাংলাদেশ আবার নির্বাচনের পথে ফিরছে। তিনি এবারের ১৩তম জাতীয় সংসদ নির্বাচনের বিষয়টি কেবল ভোটের মধ্য দিয়ে সীমাবদ্ধ না রেখে এটিকে মুক্তির বার্তা হিসেবে বর্ণনা করেন।

“বিগত বছরগুলোতে আমাদের অনেক নেতা-কর্মী গুম হয়েছে, খুন হয়েছে। এই নির্বাচন আমাদের মুক্তির নির্বাচন,” তিনি বলেন।

প্রবাসী ভোটারদের গুরুত্ব তুলে ধরে সেলিমা রহমান বলেন, বিএনপি সরকার প্রবাসীদের সম্মান জানায়, তাদের অবদানকে দেশের গর্ব হিসেবে মূল্যায়ন করে। “পূর্ববর্তী সরকার তাদের অবদানকে অবমূল্যায়ন করেছিল,” তিনি যোগ করেন।

সভায় উপস্থিত ছিলেন বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু, নির্বাহী কমিটির সদস্য রফিক সিকদার, জাতীয়তাবাদী তাঁতী দলের নেতা কাজী মনিরুজ্জামান মনির, এবং আয়োজক সংগঠনের সভাপতি ঢালী আমিনুল ইসলাম রিপন প্রমুখ।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

একটি দল টাকা দিয়ে ভোট কিনছে : সেলিমা রহমান

সর্বশেষ আপডেট ০৯:০৬:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬

বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান অভিযোগ করেছেন, একটি রাজনৈতিক দল আসন্ন নির্বাচনে ভোট প্রভাবিত করতে টাকা দিয়ে ভোট কিনছে। তিনি সবাইকে সতর্ক থাকার এবং এ ধরনের কার্যক্রম রোধ করার আহ্বান জানান।

শুক্রবার (৩০ জানুয়ারি) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে “প্রবাসীদের ভোট, ১৩তম জাতীয় নির্বাচন এবং নাগরিক ভাবনা” শীর্ষক আলোচনায় তিনি বলেন, ১৭ বছরের বিরতির পর বাংলাদেশ আবার নির্বাচনের পথে ফিরছে। তিনি এবারের ১৩তম জাতীয় সংসদ নির্বাচনের বিষয়টি কেবল ভোটের মধ্য দিয়ে সীমাবদ্ধ না রেখে এটিকে মুক্তির বার্তা হিসেবে বর্ণনা করেন।

“বিগত বছরগুলোতে আমাদের অনেক নেতা-কর্মী গুম হয়েছে, খুন হয়েছে। এই নির্বাচন আমাদের মুক্তির নির্বাচন,” তিনি বলেন।

প্রবাসী ভোটারদের গুরুত্ব তুলে ধরে সেলিমা রহমান বলেন, বিএনপি সরকার প্রবাসীদের সম্মান জানায়, তাদের অবদানকে দেশের গর্ব হিসেবে মূল্যায়ন করে। “পূর্ববর্তী সরকার তাদের অবদানকে অবমূল্যায়ন করেছিল,” তিনি যোগ করেন।

সভায় উপস্থিত ছিলেন বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু, নির্বাহী কমিটির সদস্য রফিক সিকদার, জাতীয়তাবাদী তাঁতী দলের নেতা কাজী মনিরুজ্জামান মনির, এবং আয়োজক সংগঠনের সভাপতি ঢালী আমিনুল ইসলাম রিপন প্রমুখ।