একই দিনে গোল করলো রোনালদো ও জুনিয়র রোনালদো
- সর্বশেষ আপডেট ০২:০৭:২০ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫
- / 77
১ নভেম্বর ক্রিস্টিয়ানো রোনালদোর জন্য বিশেষ একটি দিন। ২০০৩ সালের এই দিনে তিনি ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে প্রথম গোল করেছিলেন। ২২ বছর পর এই দিনটি রোনালদোর জন্য আরও আনন্দময় হয়ে উঠেছে, কারণ তার ছেলে রোনালদো জুনিয়রও পর্তুগাল অনূর্ধ্ব-১৬ দলে প্রথম গোল করেছে। পাশাপাশি বাবা রোনালদোও একই দিন মাঠে নেমে গোল করেছেন।
রোনালদো জুনিয়রের অনূর্ধ্ব-১৬ দলে অভিষেক হয়েছিল তিন দিন আগে। তবে প্রথম ম্যাচে তুরস্কের বিপক্ষে তিনি শেষ দিকে বদলি হিসেবে নামেন। ওয়েলসের বিপক্ষে ম্যাচে প্রথমার্ধেই নামার সুযোগ পান এবং ৪২ মিনিটে সতীর্থ কার্লোস মইতার পাস থেকে ডান পায়ের নিচু শটে গোল করে পর্তুগালকে এগিয়ে দেন। ম্যাচটি পর্তুগাল ৩-০ গোলে জয়ী হয়।
রোনালদো জুনিয়রের গোলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে অনেকে তার বাবার ফিনিশিংয়ের সঙ্গে মিল খুঁজে পান। রোনালদোও ইনস্টাগ্রামে তার ছেলের গোলের ভিডিও শেয়ার করে খুশি হওয়ার প্রকাশ করেছেন।
একই দিনে সৌদি আরবের আল নাসরের হয়ে খেলতে নামেন রোনালদো। আল ফেইহার বিপক্ষে ৩৭ মিনিটে গোল করেন তিনি এবং যোগ করা সময়ের ১৫তম মিনিটে পেনাল্টি গোলে জয় নিশ্চিত করেন। এই জয়ে প্রো লিগে আল নাসর শীর্ষস্থান অক্ষুণ্ন রেখেছে। রোনালদোর ক্যারিয়ার গোসংখ্যা এখন ৯৫২।
ব্যক্তিগত গোলের পাশাপাশি ২২ বছর আগে তার প্রথম গোলের দিন তার ছেলে একই দিনে গোল করায় রোনালদোর আনন্দ আরও বেড়ে গেছে।
































