সিলেটে জামায়াত আমীর
এই বিপ্লব জনগণের, মাস্টারমাইন্ড কেউ নয়
- সর্বশেষ আপডেট ০৯:৩৬:১৫ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫
- / 298
জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, “এই অভ্যুত্থানের কোনো মাস্টারমাইন্ড নেই। এটা জনগণের নিজস্ব বিপ্লব।” তিনি আরও বলেন, “যারা এ ঘটনাকে কোনো বিশেষ গোষ্ঠীর পরিকল্পনা হিসেবে উপস্থাপন করতে চাচ্ছেন, তারা জনগণের আত্মত্যাগকে অসম্মান করছেন।”
বুধবার (২৩ জুলাই) বিকেলে সিলেটের বিয়ানীবাজারে আয়োজিত দলটির জনশক্তি সমাবেশে এসব কথা বলেন তিনি।
সমাবেশে ডা. শফিকুর রহমান বলেন, “দেশে যদি একটি শক্তিশালী ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন না হয়, তাহলে অচিরেই বড় ধরনের সংকট দেখা দিতে পারে। দুর্বল নির্বাচন দেশকে নতুন করে অস্থিরতার দিকে ঠেলে দেবে।” তিনি জোর দিয়ে বলেন, “আমরা অবিলম্বে এমন একটি নির্বাচনী পরিবেশ চাই, যেখানে থাকবে না কালো টাকার প্রভাব, দলীয় প্রশাসন কিংবা ভয়ভীতি।”
তিনি বলেন, “জনগণ এখন জেগে উঠেছে। যারা এখনো ভাবছে জনগণ ঘুমিয়ে আছে, তারা ভুল করছে। দেশের মানুষ ন্যায়বিচার ও সত্য প্রতিষ্ঠার জন্য রাজপথে আছে এবং থাকবে।”
জামায়াত আমীর অভিযোগ করে বলেন, “যারা এতদিন দেশ চালিয়েছে, তারা জনগণের কথা ভাবেনি। দুর্নীতিবাজ ও লুটেরা চক্রের কারণে দেশের ভাবমূর্তি আন্তর্জাতিক পরিমণ্ডলেও ক্ষতিগ্রস্ত হয়েছে।”
এ সময় তিনি ২০২৬ সালের শুরুতেই একটি গ্রহণযোগ্য জাতীয় নির্বাচনের দাবি জানান এবং বলেন, “এই দেশের ভবিষ্যৎ জনগণই নির্ধারণ করবে, কোনো গোষ্ঠী বা বাহিনী নয়।”
































