ঢাকা ১০:০৬ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার

এইচএসসি স্থগিত পরীক্ষার তারিখ শিগগিরই ঘোষণা হবে

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৪:৪৭:০২ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫
  • / 171

শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার

এইচএসসি পরীক্ষার স্থগিত হওয়া দুটি বিষয়ের নতুন তারিখ আগামী এক-দুই দিনের মধ্যেই জানিয়ে দেবে বোর্ড, এমনটাই জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার (সি আর আবরার)।

তিনি বলেন, সাধারণত বোর্ডের নিয়ম অনুযায়ী শেষ পরীক্ষার পর দুই-তিন দিন বিরতি দিয়ে স্থগিত পরীক্ষা নেওয়া হয়। সে হিসেবে ২২ জুলাইয়ের পরীক্ষাটি যেদিন হবে, সেদিন সকালে এবং ২৪ জুলাইয়ের পরীক্ষাটি যেদিন হবে, সেদিন বিকেলে নেওয়া হবে।

বুধবার (২৩ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের তিনি এসব তথ্য জানান।

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনা প্রসঙ্গে শিক্ষা উপদেষ্টা বলেন, “এই দুর্ঘটনা অত্যন্ত মর্মান্তিক ও বেদনাদায়ক। এটি শুধু শিক্ষা মন্ত্রণালয়ের বিষয় নয়, বরং আরও বৃহৎ একটি রাষ্ট্রীয় বিষয়। প্রধান উপদেষ্টা ইতোমধ্যে রাষ্ট্রের পক্ষ থেকে শোক জানিয়েছেন। গতকাল শিক্ষা মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে।”

তিনি বলেন, দুর্ঘটনার রাতে রাত ১০টা পর্যন্ত তিনি হাসপাতালে ছিলেন। পরীক্ষা পেছানো নিয়ে বিভিন্ন পক্ষের অনুরোধ এলেও সেটি হুট করে নেওয়া যায় না।

“কারো একক এখতিয়ারেও এমন সিদ্ধান্ত নেই। তবে সিদ্ধান্ত হওয়ার পরপরই সেটি জানিয়ে দেওয়া হয়েছে।”

পরীক্ষা পেছানো প্রসঙ্গে তিনি আরও বলেন, “কেউ কেউ মনে করছেন, অনেক আগেই পরীক্ষা পেছানো উচিত ছিল। কিন্তু যেহেতু একটি প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়, সেজন্য আগে জানানো সম্ভব হয়নি। তবে যদি কেউ ভোগান্তিতে পড়ে থাকেন, এই ব্যাখ্যা শুনে তাদের ধারণা পাল্টাবে বলে মনে করি।”

শিক্ষার্থীদের দাবির বিষয়ে চৌধুরী রফিকুল আবরার বলেন, “সরকারের পক্ষ থেকে মাইলস্টোনে গিয়ে শোক জানিয়েছি। শিক্ষার্থীদের অনেক দাবি খুবই যৌক্তিক। কিছু দাবি সংবেদনশীল, সেগুলো নিয়েও আলোচনা হয়েছে। সরকার বিষয়টি বিবেচনায় নিচ্ছে এবং দ্রুততম সময়ের মধ্যে ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আশ্বস্ত করেন, আহত শিক্ষার্থীদের সুচিকিৎসা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

শিক্ষা সচিবকে অব্যাহতি দেওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “এটি একটি উচ্চতর কমিটির সিদ্ধান্ত। আমি সে সিদ্ধান্তে জড়িত ছিলাম না। আমার নিজ থেকে পদত্যাগের কোনো অভিপ্রায়ও নেই। যদি নিয়োগকর্তারা মনে করেন, দায়িত্ব পালনে ব্যত্যয় ঘটেছে, তাহলে তারা বলতে পারেন। সেক্ষেত্রে আমি চলে যাব। নিজেকে আঁকড়ে ধরার কিছু নেই।”

 

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার

এইচএসসি স্থগিত পরীক্ষার তারিখ শিগগিরই ঘোষণা হবে

সর্বশেষ আপডেট ০৪:৪৭:০২ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫

এইচএসসি পরীক্ষার স্থগিত হওয়া দুটি বিষয়ের নতুন তারিখ আগামী এক-দুই দিনের মধ্যেই জানিয়ে দেবে বোর্ড, এমনটাই জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার (সি আর আবরার)।

তিনি বলেন, সাধারণত বোর্ডের নিয়ম অনুযায়ী শেষ পরীক্ষার পর দুই-তিন দিন বিরতি দিয়ে স্থগিত পরীক্ষা নেওয়া হয়। সে হিসেবে ২২ জুলাইয়ের পরীক্ষাটি যেদিন হবে, সেদিন সকালে এবং ২৪ জুলাইয়ের পরীক্ষাটি যেদিন হবে, সেদিন বিকেলে নেওয়া হবে।

বুধবার (২৩ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের তিনি এসব তথ্য জানান।

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনা প্রসঙ্গে শিক্ষা উপদেষ্টা বলেন, “এই দুর্ঘটনা অত্যন্ত মর্মান্তিক ও বেদনাদায়ক। এটি শুধু শিক্ষা মন্ত্রণালয়ের বিষয় নয়, বরং আরও বৃহৎ একটি রাষ্ট্রীয় বিষয়। প্রধান উপদেষ্টা ইতোমধ্যে রাষ্ট্রের পক্ষ থেকে শোক জানিয়েছেন। গতকাল শিক্ষা মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে।”

তিনি বলেন, দুর্ঘটনার রাতে রাত ১০টা পর্যন্ত তিনি হাসপাতালে ছিলেন। পরীক্ষা পেছানো নিয়ে বিভিন্ন পক্ষের অনুরোধ এলেও সেটি হুট করে নেওয়া যায় না।

“কারো একক এখতিয়ারেও এমন সিদ্ধান্ত নেই। তবে সিদ্ধান্ত হওয়ার পরপরই সেটি জানিয়ে দেওয়া হয়েছে।”

পরীক্ষা পেছানো প্রসঙ্গে তিনি আরও বলেন, “কেউ কেউ মনে করছেন, অনেক আগেই পরীক্ষা পেছানো উচিত ছিল। কিন্তু যেহেতু একটি প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়, সেজন্য আগে জানানো সম্ভব হয়নি। তবে যদি কেউ ভোগান্তিতে পড়ে থাকেন, এই ব্যাখ্যা শুনে তাদের ধারণা পাল্টাবে বলে মনে করি।”

শিক্ষার্থীদের দাবির বিষয়ে চৌধুরী রফিকুল আবরার বলেন, “সরকারের পক্ষ থেকে মাইলস্টোনে গিয়ে শোক জানিয়েছি। শিক্ষার্থীদের অনেক দাবি খুবই যৌক্তিক। কিছু দাবি সংবেদনশীল, সেগুলো নিয়েও আলোচনা হয়েছে। সরকার বিষয়টি বিবেচনায় নিচ্ছে এবং দ্রুততম সময়ের মধ্যে ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আশ্বস্ত করেন, আহত শিক্ষার্থীদের সুচিকিৎসা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

শিক্ষা সচিবকে অব্যাহতি দেওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “এটি একটি উচ্চতর কমিটির সিদ্ধান্ত। আমি সে সিদ্ধান্তে জড়িত ছিলাম না। আমার নিজ থেকে পদত্যাগের কোনো অভিপ্রায়ও নেই। যদি নিয়োগকর্তারা মনে করেন, দায়িত্ব পালনে ব্যত্যয় ঘটেছে, তাহলে তারা বলতে পারেন। সেক্ষেত্রে আমি চলে যাব। নিজেকে আঁকড়ে ধরার কিছু নেই।”