ঢাকা ০৪:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

এইচএসসিতে ফেল করলেন টাইগ্রেস মারুফা

ক্রীড়া প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০১:৪৫:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
  • / 179

এইচএসসিতে ফেল করলেন টাইগ্রেস মারুফা

২০২৫ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে গড় পাসের হার ৫৮.৮৩ শতাংশ। এবারের পাসের হার গত বছরের তুলনায় ১৮.৯৫ শতাংশ কম।

পরীক্ষায় অংশ নেওয়া ক্রীড়াবিদদের মধ্যে টাইগ্রেস পেসার মারুফাও ছিলেন। বর্তমানে নারী ওয়ানডে বিশ্বকাপে ভারতে অবস্থান করা মারুফা এইচএসসিতে এক বিষয়ে ফেল করেছেন। বিকেএসপির ভাইস প্রিন্সিপাল শামীম গণমাধ্যমকে জানিয়েছেন, ‘ভূগোল বিষয়ে মারুফা অনুত্তীর্ণ হয়েছেন। কলেজের পক্ষ থেকে বোর্ডে পুনঃনিরীক্ষার আবেদন করা হবে।’

এবার বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান (বিকেএসপি) থেকে ছয়জন শিক্ষার্থী জিপিএ ৫ পেয়েছেন। এর মধ্যে বাস্কেটবলের শাহরিয়ার সব বিষয়ে জিপিএ ৫ পেয়েছেন। জিপিএ ৫ পাওয়া অন্য পাঁচজন হলেন টেবিল টেনিসের হয় ইসলাম, ক্রিকেটার নাভিদ, মেহরাব ও জান্নাতুল ফেরদৌস এবং অ্যাথলেটিকসের মাসুম মোস্তফা।

ফল প্রকাশ অনুষ্ঠানে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির চেয়ারম্যান অধ্যাপক খন্দোকার এহসানুল কবির ফল ঘোষণা করেন। শিক্ষার্থীরা এখন এইচএসসির ফল দেশের শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, পরীক্ষাকেন্দ্র, শিক্ষাপ্রতিষ্ঠান এবং এসএমএসের মাধ্যমে জানতে পারবেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এইচএসসিতে ফেল করলেন টাইগ্রেস মারুফা

সর্বশেষ আপডেট ০১:৪৫:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫

২০২৫ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে গড় পাসের হার ৫৮.৮৩ শতাংশ। এবারের পাসের হার গত বছরের তুলনায় ১৮.৯৫ শতাংশ কম।

পরীক্ষায় অংশ নেওয়া ক্রীড়াবিদদের মধ্যে টাইগ্রেস পেসার মারুফাও ছিলেন। বর্তমানে নারী ওয়ানডে বিশ্বকাপে ভারতে অবস্থান করা মারুফা এইচএসসিতে এক বিষয়ে ফেল করেছেন। বিকেএসপির ভাইস প্রিন্সিপাল শামীম গণমাধ্যমকে জানিয়েছেন, ‘ভূগোল বিষয়ে মারুফা অনুত্তীর্ণ হয়েছেন। কলেজের পক্ষ থেকে বোর্ডে পুনঃনিরীক্ষার আবেদন করা হবে।’

এবার বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান (বিকেএসপি) থেকে ছয়জন শিক্ষার্থী জিপিএ ৫ পেয়েছেন। এর মধ্যে বাস্কেটবলের শাহরিয়ার সব বিষয়ে জিপিএ ৫ পেয়েছেন। জিপিএ ৫ পাওয়া অন্য পাঁচজন হলেন টেবিল টেনিসের হয় ইসলাম, ক্রিকেটার নাভিদ, মেহরাব ও জান্নাতুল ফেরদৌস এবং অ্যাথলেটিকসের মাসুম মোস্তফা।

ফল প্রকাশ অনুষ্ঠানে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির চেয়ারম্যান অধ্যাপক খন্দোকার এহসানুল কবির ফল ঘোষণা করেন। শিক্ষার্থীরা এখন এইচএসসির ফল দেশের শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, পরীক্ষাকেন্দ্র, শিক্ষাপ্রতিষ্ঠান এবং এসএমএসের মাধ্যমে জানতে পারবেন।