ঋতুপর্ণাদের পর সাগরিকারাও খেলবে এশিয়ান কাপে
- সর্বশেষ আপডেট ০৮:০৪:১৪ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫
- / 144
ঋতুপর্ণা-তহুরাদের পদাঙ্ক অনুসরণ করে এবার ইতিহাস গড়েছে বাংলাদেশ অনূর্ধ্ব–২০ নারী ফুটবল দল। প্রথমবারের মতো তারা অনূর্ধ্ব–২০ নারী এশিয়ান কাপের মূলপর্বে জায়গা করে নিয়েছে। সেরা তিন রানার্সআপের মধ্যে থেকে এই সাফল্য অর্জন করেছে সাগরিকারা।
ভিয়েনতিয়েনের নিউ লাওস ন্যাশনাল স্টেডিয়ামে গ্রুপের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে অন্তত ড্র পেলেই শীর্ষে থেকে মূলপর্বে যাওয়া নিশ্চিত হতো। প্রথমার্ধে তৃষ্ণা রানীর গোলে ১-১ সমতায় থাকলেও দ্বিতীয়ার্ধে আরও পাঁচ গোল হজম করে ৬-১ ব্যবধানে হেরে যায় বাংলাদেশ। ফলে রানার্সআপ হয়ে অপেক্ষায় থাকতে হয় লেবানন–চীন ম্যাচের ফলাফলের জন্য। শেষ পর্যন্ত চীনের ৮-০ জয়ে নিশ্চিত হয় বাংলাদেশের ঐতিহাসিক মূলপর্বে ওঠা।
এশিয়ান কাপে বাংলাদেশের অনূর্ধ্ব–২০ দলের এটি প্রথম অংশগ্রহণ। এর আগে অনূর্ধ্ব–১৭ নারী দল ২০০৫, ২০১৭ ও ২০১৯ সালে মূলপর্বে খেলেছিল।
বাছাইপর্বে দুর্দান্ত সূচনা করেছিল সাগরিকারা; প্রথম ম্যাচে স্বাগতিক লাওসকে ৩-১ গোলে হারায় এবং দ্বিতীয় ম্যাচে পূর্ব তিমুরকে ৮-০ ব্যবধানে উড়িয়ে দেয়। সর্বোচ্চ চার গোল করেছেন তৃষ্ণা রানি, যার মধ্যে পূর্ব তিমুরের বিপক্ষে একটি হ্যাটট্রিক রয়েছে। তিন গোল করেছেন মোসাম্মত সাগরিকা।
২০২৪ সালের শুরু থেকে টানা ১২ ম্যাচ অপরাজিত ছিল এই দল, যার মধ্যে ঘরের মাঠে সাফ চ্যাম্পিয়নশিপ জয়ের কৃতিত্বও আছে। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে সেই ধারায় বিরতি এলেও মূল লক্ষ্য; এশিয়ান কাপের টিকিট; পূরণ হয়েছে।
আগামী ১ থেকে ১৮ এপ্রিল থাইল্যান্ডে অনুষ্ঠিত হবে ১২ দলের এশিয়ান কাপ। স্বাগতিক থাইল্যান্ড ছাড়াও উত্তর কোরিয়া, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, চীনসহ শক্তিশালী দলগুলো খেলবে এই আসরে। টুর্নামেন্টের সেরা চার দল পাবে সেপ্টেম্বরে পোল্যান্ডে অনুষ্ঠিতব্য অনূর্ধ্ব–২০ নারী বিশ্বকাপে খেলার সুযোগ।
বাংলাদেশের মেয়েদের সামনে তাই এখন ইতিহাস গড়ার পাশাপাশি বিশ্বকাপের স্বপ্ন ছোঁয়ারও সুযোগ তৈরি হয়েছে।
































