ঢাকা ০৫:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

উল্টো পথে ঢুকে সিএনজিকে ধাক্কায় ৩ নিহত, চালক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ
  • সর্বশেষ আপডেট ০৫:১২:১১ অপরাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫
  • / 77

উল্টো পথে ঢুকে সিএনজিকে ধাক্কায় ৩ নিহত, চালক গ্রেপ্তার

সুনামগঞ্জে বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুই শিক্ষার্থীসহ তিনজন নিহত হওয়ার ঘটনায় বাসচালক জাকির আলমকে (৩৫) গ্রেপ্তার করেছে র‌্যাব-৯।

শুক্রবার (৮ আগস্ট) র‌্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার রাতে অভিযুক্ত বাসচালককে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে র‌্যাব-৯ একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের বাহাদুরপুর এলাকায় বাস-অটোরিকশার সংঘর্ষের ঘটনায় প্রধান অভিযুক্ত বাসচালক সিলেটে অবস্থান করছেন। পরে অভিযান চালিয়ে রাত ৮টা ৪০ মিনিটে সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার লামাকাজি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ বলেন, ‘দুর্ঘটনার পরপরই বাসচালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান। গোপন সংবাদের ভিত্তিতে তাকে সিলেটের লামাকাজি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।’

গত বুধবার দুপুরে সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের বাহাদুরপুরে দ্রুতগতির ওই বাসটি উল্টো পথে (রং সাইডে) গিয়ে সিএনজি অটোরিকশাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী স্নেহা চক্রবর্তী, সুনামগঞ্জ টেক্সটাইল ইন্সটিটিউটের শিক্ষার্থী আফসানা জাহান খুশি এবং শহরের আলীপাড়ার বাসিন্দা শফিকুল ইসলামসহ তিন অটোরিকশা যাত্রী নিহত হন। গুরুতর আহত হন অটোরিকশা চালক। পরে এ ঘটনার জেরে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

উল্টো পথে ঢুকে সিএনজিকে ধাক্কায় ৩ নিহত, চালক গ্রেপ্তার

সর্বশেষ আপডেট ০৫:১২:১১ অপরাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫

সুনামগঞ্জে বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুই শিক্ষার্থীসহ তিনজন নিহত হওয়ার ঘটনায় বাসচালক জাকির আলমকে (৩৫) গ্রেপ্তার করেছে র‌্যাব-৯।

শুক্রবার (৮ আগস্ট) র‌্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার রাতে অভিযুক্ত বাসচালককে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে র‌্যাব-৯ একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের বাহাদুরপুর এলাকায় বাস-অটোরিকশার সংঘর্ষের ঘটনায় প্রধান অভিযুক্ত বাসচালক সিলেটে অবস্থান করছেন। পরে অভিযান চালিয়ে রাত ৮টা ৪০ মিনিটে সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার লামাকাজি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ বলেন, ‘দুর্ঘটনার পরপরই বাসচালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান। গোপন সংবাদের ভিত্তিতে তাকে সিলেটের লামাকাজি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।’

গত বুধবার দুপুরে সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের বাহাদুরপুরে দ্রুতগতির ওই বাসটি উল্টো পথে (রং সাইডে) গিয়ে সিএনজি অটোরিকশাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী স্নেহা চক্রবর্তী, সুনামগঞ্জ টেক্সটাইল ইন্সটিটিউটের শিক্ষার্থী আফসানা জাহান খুশি এবং শহরের আলীপাড়ার বাসিন্দা শফিকুল ইসলামসহ তিন অটোরিকশা যাত্রী নিহত হন। গুরুতর আহত হন অটোরিকশা চালক। পরে এ ঘটনার জেরে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেন।