ঢাকা ০৫:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

উপাচার্যের আশ্বাসে অনশন ভাঙলেন ববি শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক, ববি (বরিশাল)
  • সর্বশেষ আপডেট ১০:৩৯:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫
  • / 167

উপাচার্যের আশ্বাসে অনশন ভাঙলেন ববি শিক্ষার্থীরা। ছবি: বাংলা অ্যাফেয়ার্স

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা টানা ২৫ ঘণ্টা অনশন কর্মসূচি শেষে অবশেষে আন্দোলন স্থগিত করেছেন। শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপাচার্য অধ্যাপক ড. তৌফিক আলম শিক্ষার্থীদের চার দফা দাবি পূরণের বিষয়ে লিখিত আশ্বাস দিলে তাঁরা অনশন ভঙ্গ করেন। এ সময় উপাচার্য নিজ হাতে শিক্ষার্থীদের জুস পান করিয়ে আন্দোলনকারীদের বুকে জড়িয়ে ধরেন।

 

শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নের জন্য চারটি দাবি উপস্থাপন করেছিলেন। উপাচার্যের লিখিত আশ্বাসে প্রতিটি দাবির বাস্তবায়নের সুনির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা হয়— প্রকল্প পরিচালক (পিডি) নিয়োগের পর আগামী ছয় মাসের মধ্যে ফিজিবিলিটি স্টাডি সম্পন্ন করা হবে। আগামী মঙ্গলবার থেকে শিক্ষার্থীদের বিভিন্ন রুটে সিট সংকট নিরুপণ করে বাসের সংখ্যা বৃদ্ধি করা হবে। আরেকটি অ্যাম্বুলেন্স কেনার জন্য রোববার মন্ত্রণালয়ে বিশেষ আবেদন দাখিল করা হবে এবং ১৫ কার্যদিবসের মধ্যে বিশ্ববিদ্যালয়ের জন্য প্রয়োজনীয় জমির পুনঃমূল্যায়ন শেষ করা হবে।

 

লিখিত আশ্বাস হাতে পেয়ে শিক্ষার্থীরা উল্লাস প্রকাশ করেন এবং একে তাঁদের আন্দোলনের আংশিক জয় হিসেবে অভিহিত করেন। তাঁরা জানান, প্রশাসন প্রতিশ্রুতি অনুযায়ী দ্রুত পদক্ষেপ নিলে শিক্ষার্থীদের দীর্ঘদিনের ভোগান্তি দূর হবে।

Tag :

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

উপাচার্যের আশ্বাসে অনশন ভাঙলেন ববি শিক্ষার্থীরা

সর্বশেষ আপডেট ১০:৩৯:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা টানা ২৫ ঘণ্টা অনশন কর্মসূচি শেষে অবশেষে আন্দোলন স্থগিত করেছেন। শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপাচার্য অধ্যাপক ড. তৌফিক আলম শিক্ষার্থীদের চার দফা দাবি পূরণের বিষয়ে লিখিত আশ্বাস দিলে তাঁরা অনশন ভঙ্গ করেন। এ সময় উপাচার্য নিজ হাতে শিক্ষার্থীদের জুস পান করিয়ে আন্দোলনকারীদের বুকে জড়িয়ে ধরেন।

 

শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নের জন্য চারটি দাবি উপস্থাপন করেছিলেন। উপাচার্যের লিখিত আশ্বাসে প্রতিটি দাবির বাস্তবায়নের সুনির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা হয়— প্রকল্প পরিচালক (পিডি) নিয়োগের পর আগামী ছয় মাসের মধ্যে ফিজিবিলিটি স্টাডি সম্পন্ন করা হবে। আগামী মঙ্গলবার থেকে শিক্ষার্থীদের বিভিন্ন রুটে সিট সংকট নিরুপণ করে বাসের সংখ্যা বৃদ্ধি করা হবে। আরেকটি অ্যাম্বুলেন্স কেনার জন্য রোববার মন্ত্রণালয়ে বিশেষ আবেদন দাখিল করা হবে এবং ১৫ কার্যদিবসের মধ্যে বিশ্ববিদ্যালয়ের জন্য প্রয়োজনীয় জমির পুনঃমূল্যায়ন শেষ করা হবে।

 

লিখিত আশ্বাস হাতে পেয়ে শিক্ষার্থীরা উল্লাস প্রকাশ করেন এবং একে তাঁদের আন্দোলনের আংশিক জয় হিসেবে অভিহিত করেন। তাঁরা জানান, প্রশাসন প্রতিশ্রুতি অনুযায়ী দ্রুত পদক্ষেপ নিলে শিক্ষার্থীদের দীর্ঘদিনের ভোগান্তি দূর হবে।