ঢাকা ০৩:০৬ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

উপকূল থেকে সতর্কতা প্রত্যাহারের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৪:১৪:৫২ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫
  • / 255

উপকূলীয় এলাকা এখন ঝুঁকিমুক্ত

উত্তর বঙ্গোপসাগর এবং দেশের উপকূলীয় অঞ্চলে ঝোড়ো হাওয়ার আর কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা এবং পায়রা সমুদ্রবন্দরকে আগে জারি করা সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে।

শনিবার (৩১ মে) সকালে আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্তমানে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর এবং উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়ার আশঙ্কা নেই। আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, সমুদ্র এখন শান্ত এবং পূর্বের সতর্কতার প্রয়োজনীয়তা নেই।

এর আগে, গত ২৭ মে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হলে চারটি সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছিল। সেইসঙ্গে মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছিল।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ওই লঘুচাপটি এখন প্রায় বিলীন হয়ে গেছে এবং এটি আর ঝোড়ো হাওয়া বা ঘূর্ণিঝড়ের সম্ভাবনা তৈরি করছে না। ফলে সতর্ক সংকেত প্রত্যাহার করা হয়েছে।

এ বিষয়ে সতর্ক বার্তা দেশের বিভিন্ন মন্ত্রণালয়, জেলা প্রশাসন, গণমাধ্যম, উদ্ধারকারী সংস্থা এবং সংশ্লিষ্ট ৪৪টিরও বেশি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানকে জানানো হয়েছে।

তবে, আবহাওয়া অধিদপ্তর সতর্ক করেছে যে, বঙ্গোপসাগরে বড় ধরনের কোনো ঝড়ের পূর্বাভাস না থাকলেও কিছু উপকূলীয় এলাকায় সাময়িক বৃষ্টিপাত ও হালকা দমকা হাওয়া বয়ে যেতে পারে। এজন্য সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

উপকূল থেকে সতর্কতা প্রত্যাহারের নির্দেশ

সর্বশেষ আপডেট ০৪:১৪:৫২ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫

উত্তর বঙ্গোপসাগর এবং দেশের উপকূলীয় অঞ্চলে ঝোড়ো হাওয়ার আর কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা এবং পায়রা সমুদ্রবন্দরকে আগে জারি করা সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে।

শনিবার (৩১ মে) সকালে আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্তমানে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর এবং উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়ার আশঙ্কা নেই। আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, সমুদ্র এখন শান্ত এবং পূর্বের সতর্কতার প্রয়োজনীয়তা নেই।

এর আগে, গত ২৭ মে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হলে চারটি সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছিল। সেইসঙ্গে মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছিল।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ওই লঘুচাপটি এখন প্রায় বিলীন হয়ে গেছে এবং এটি আর ঝোড়ো হাওয়া বা ঘূর্ণিঝড়ের সম্ভাবনা তৈরি করছে না। ফলে সতর্ক সংকেত প্রত্যাহার করা হয়েছে।

এ বিষয়ে সতর্ক বার্তা দেশের বিভিন্ন মন্ত্রণালয়, জেলা প্রশাসন, গণমাধ্যম, উদ্ধারকারী সংস্থা এবং সংশ্লিষ্ট ৪৪টিরও বেশি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানকে জানানো হয়েছে।

তবে, আবহাওয়া অধিদপ্তর সতর্ক করেছে যে, বঙ্গোপসাগরে বড় ধরনের কোনো ঝড়ের পূর্বাভাস না থাকলেও কিছু উপকূলীয় এলাকায় সাময়িক বৃষ্টিপাত ও হালকা দমকা হাওয়া বয়ে যেতে পারে। এজন্য সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে।