উত্তাল সাগর, উপকূলে বইছে ঝোড়ো বৃষ্টি
- সর্বশেষ আপডেট ১১:৩৫:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫
- / 125
সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে লঘুচাপ তৈরি হচ্ছে। এর প্রভাবে পটুয়াখালীতে গত চার দিন ধরে কখনো গুঁড়ি গুঁড়ি, কখনো মাঝারি, আবার কখনো মুষলধারে বৃষ্টিপাত হচ্ছে।
বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত ২৪ ঘণ্টায় জেলার কলাপাড়ায় ১৩৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস।
এতে সবকিছুতে স্থবিরতা নেমে এসেছে। চরম দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া শ্রমজীবীরা। টানা বৃষ্টিতে বিভিন্ন নিচু স্থানে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পানির নিচে তলিয়ে আছে আমন ক্ষেত। দুশ্চিন্তায় পড়েছেন বর্ষাকালীন সবজি চাষিরা।
এদিকে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে উপকূলীয় এলাকা দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কা করছে আবহাওয়া অফিস।
পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখি বলেন, পায়রাসহ দেশের সব সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। মাঝধরা ট্রলারগুলোকে নিরাপদে থাকতে বলা হয়েছে।

































