উত্তরায় ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
- সর্বশেষ আপডেট ০৮:৪৩:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
- / 75
রাজধানীর উত্তরার এপিবিএন পুলিশ লাইনের পেছনে রেললাইন দিয়ে হাঁটার সময় ট্রেনের ধাক্কায় হাফিজ (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত হাফিজ একটি টেক্সটাইল কোম্পানিতে কর্মরত ছিলেন।
ঘটনাটি ঘটে মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে। পরে বিকেলে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠায় পুলিশ।
নিহত হাফিজের বাড়ি নড়াইল জেলার লোহাগড়া উপজেলার আড়পাড়া গ্রামে। তিনি সরাদ উদ্দিন আহমেদের ছেলে এবং বর্তমানে সাভারের রামচন্দ্রপুর এলাকায় ভাড়া থাকতেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) বজলুর রশিদ।
তিনি জানান, “সকাল সাড়ে দশটার দিকে হাফিজ ফোনে কথা বলতে বলতে রেললাইন পার হচ্ছিলেন। এ সময় জামালপুর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান। পরে তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।”

































