উখিয়ায় ১০ হাজার ইয়াবাসহ বয়োবৃদ্ধ মাদক কারবারি গ্রেপ্তার
- সর্বশেষ আপডেট ০৪:০৩:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫
- / 304
উখিয়ার মিয়ানমার সীমান্তবর্তী বালুখালী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ এক বয়োবিদ্ধ মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর ৬৪ ব্যাটালিয়নের সদস্যরা।
বুধবার (২৫ জুন) দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটের দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী এলাকার কাটাপাহাড় সীমান্তে এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল বালুখালী সীমান্ত পিলার বিডি-২১ থেকে প্রায় ৮০০ গজ পশ্চিমে ও একটি বর্ডার আউটপোস্ট (বিওপি) থেকে ১ কিলোমিটার পূর্বে অবস্থান নেয়। এ সময় তারা দেখতে পান, একজন ব্যক্তি মিয়ানমার সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করছে। বিজিবি সদস্যরা তাৎক্ষণিক ধাওয়া দিয়ে তাকে আটক করেন। পরে তার দেহ তল্লাশি করে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তি মো. আকবর (৬৫), উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের চাকবৈঠা দিগলিয়া গ্রামের মৃত সিদ্দিকের ছেলে। বিজিবি জানায়, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।
এ বিষয়ে উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন (পিএসসি) বলেন, “বিজিবি মাদকবিরোধী যেকোনো অপরাধ দমনে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। সীমান্ত এলাকায় মাদক চোরাচালান রোধে আমাদের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।”

































