ঢাকা ১০:১১ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

উখিয়ায় সংবাদ প্রকাশের জেরে চার সাংবাদিকের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক, উখিয়া
  • সর্বশেষ আপডেট ০৫:০১:৫৩ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫
  • / 2537

উখিয়ায় সংবাদ প্রকাশের জেরে চার সাংবাদিকের বিরুদ্ধে মামলা

উখিয়ায় গরিব-দুঃখীদের জন্য বরাদ্দকৃত ভিজিএফ চালে অনিয়ম সংক্রান্ত সংবাদ প্রকাশের জেরে চার স্থানীয় সাংবাদিকসহ ছয়জনের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য।

২৮ মে (মঙ্গলবার) কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (উখিয়া) আদালতে মামলাটি দায়ের করেন রাজাপালং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ছৈয়দ হামজা।

মামলায় যাঁদের আসামি করা হয়েছে, তারা হলেন— দৈনিক মানবজমিন-এর নিজস্ব প্রতিবেদক সরোয়ার আলম শাহীন, সময়ের কণ্ঠস্বর-এর উখিয়া প্রতিনিধি মোহাম্মদ ফেরদৌস, দি টেরিটোরিয়্যাল নিউজ-এর বিশেষ প্রতিনিধি ইশতিয়াক নূর নিশান এবং দৈনিক খবরের কাগজ-এর উখিয়া প্রতিনিধি রিদুয়ান সোহাগ। এছাড়া মামলায় আরও দুজনকে আসামি করা হলেও তাদের নাম মামলার নথিতে বিস্তারিতভাবে উল্লেখ করা হয়নি।

আদালত মামলাটি আমলে নিয়ে তদন্তের দায়িত্ব দিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-কে।

এ ঘটনায় কক্সবাজার ও উখিয়ার সাংবাদিক সমাজ ক্ষোভ প্রকাশ করে মামলাটিকে ‘মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত’ হিসেবে আখ্যায়িত করেছে। তারা অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে বিবৃতি দিয়েছে। এছাড়াও সামাজিক যোগাযোগমাধ্যমে সাংবাদিকদের সমর্থনে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই এই মামলাকে গণমাধ্যমের কণ্ঠরোধের অপচেষ্টা বলে মন্তব্য করেছেন।

স্থানীয়রা বলছেন, সাংবাদিকরা যদি ভিজিএফ চাল বিতরণে অনিয়মের তথ্য প্রকাশ করেন, তবে প্রশাসনের উচিত বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। কিন্তু উল্টোভাবে সংবাদকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করা সংবাদপত্রের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

উখিয়ায় সংবাদ প্রকাশের জেরে চার সাংবাদিকের বিরুদ্ধে মামলা

সর্বশেষ আপডেট ০৫:০১:৫৩ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫

উখিয়ায় গরিব-দুঃখীদের জন্য বরাদ্দকৃত ভিজিএফ চালে অনিয়ম সংক্রান্ত সংবাদ প্রকাশের জেরে চার স্থানীয় সাংবাদিকসহ ছয়জনের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য।

২৮ মে (মঙ্গলবার) কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (উখিয়া) আদালতে মামলাটি দায়ের করেন রাজাপালং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ছৈয়দ হামজা।

মামলায় যাঁদের আসামি করা হয়েছে, তারা হলেন— দৈনিক মানবজমিন-এর নিজস্ব প্রতিবেদক সরোয়ার আলম শাহীন, সময়ের কণ্ঠস্বর-এর উখিয়া প্রতিনিধি মোহাম্মদ ফেরদৌস, দি টেরিটোরিয়্যাল নিউজ-এর বিশেষ প্রতিনিধি ইশতিয়াক নূর নিশান এবং দৈনিক খবরের কাগজ-এর উখিয়া প্রতিনিধি রিদুয়ান সোহাগ। এছাড়া মামলায় আরও দুজনকে আসামি করা হলেও তাদের নাম মামলার নথিতে বিস্তারিতভাবে উল্লেখ করা হয়নি।

আদালত মামলাটি আমলে নিয়ে তদন্তের দায়িত্ব দিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-কে।

এ ঘটনায় কক্সবাজার ও উখিয়ার সাংবাদিক সমাজ ক্ষোভ প্রকাশ করে মামলাটিকে ‘মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত’ হিসেবে আখ্যায়িত করেছে। তারা অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে বিবৃতি দিয়েছে। এছাড়াও সামাজিক যোগাযোগমাধ্যমে সাংবাদিকদের সমর্থনে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই এই মামলাকে গণমাধ্যমের কণ্ঠরোধের অপচেষ্টা বলে মন্তব্য করেছেন।

স্থানীয়রা বলছেন, সাংবাদিকরা যদি ভিজিএফ চাল বিতরণে অনিয়মের তথ্য প্রকাশ করেন, তবে প্রশাসনের উচিত বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। কিন্তু উল্টোভাবে সংবাদকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করা সংবাদপত্রের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত।