ঢাকা ০৪:২৮ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

উখিয়ায় চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা: এলাকায় ঝাড়ু মিছিল

নিজস্ব প্রতিবেদক, উখিয়া
  • সর্বশেষ আপডেট ০৫:২৯:১২ অপরাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫
  • / 152

উখিয়ায় চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা: এলাকায় ঝাড়ু মিছিল

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. গফুর উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে দায়েরকৃত “মিথ্যা ও ষড়যন্ত্রমূলক” মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও ঝাড়ু মিছিল করেছে ইউনিয়নের সাধারণ জনগণ।

বুধবার (১১ জুন) বিকেলে উপজেলার থাইংখালী সদরের প্রধান সড়কে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে শত শত নারী-পুরুষ অংশগ্রহণ করেন। তাদের হাতে ছিল ঝাড়ু, নানা ধরনের প্রতিবাদী প্ল্যাকার্ড ও পোস্টার।

প্রতিবাদকারীরা অভিযোগ করেন, চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরীর জনপ্রিয়তা ও জনসেবামূলক কর্মকাণ্ডে ঈর্ষান্বিত হয়ে একটি কুচক্রী মহল তাকে রাজনৈতিকভাবে হেয় করার জন্য ষড়যন্ত্রমূলকভাবে মামলা দায়ের করেছে।

মানববন্ধনে বক্তারা বলেন, “আমরা এই মিথ্যা মামলার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। গফুর চেয়ারম্যান আমাদের উন্নয়নের প্রতীক। তার বিরুদ্ধে এমন হয়রানিমূলক কর্মকাণ্ড আমরা মেনে নেব না।”

উখিয়ায় চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা: এলাকায় ঝাড়ু মিছিল
উখিয়ায় চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা: এলাকায় ঝাড়ু মিছিল

প্ল্যাকার্ড হাতে থাকা জাহানারা বেগম জানান, “আজ আমরা এখানে একত্রিত হয়েছি একটি অন্যায়, একটি ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের সম্মিলিত প্রতিবাদ জানাতে। আমাদের প্রিয় চেয়ারম্যান এম. গফুর উদ্দিন চৌধুরী একজন সৎ, নিষ্ঠাবান ও জনবান্ধব নেতা। তিনি দীর্ঘদিন ধরে এই ইউনিয়নের মানুষের কল্যাণে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। এমন একজন জননেতার বিরুদ্ধে ষড়যন্ত্র করে মিথ্যা মামলা দায়ের করা মানে পুরো পালংখালীর মানুষের মর্যাদায় আঘাত হানা। আমরা এই ষড়যন্ত্রের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।”

তাসনিমারখোলা এলাকার আমেনা খাতুন জানান, “গফুর চেয়ারম্যান আমাদের নারীদের পাশে থেকেছেন সবসময়। তিনি নারী শিক্ষা, স্বাস্থ্যসেবা, সামাজিক নিরাপত্তা—সব ক্ষেত্রেই অসাধারণ অবদান রেখেছেন। আমরা স্পষ্টভাবে বলতে চাই, তাঁর বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার চাই।”

মানববন্ধন ও মিছিল শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। বক্তারা সরকারের সংশ্লিষ্ট দপ্তরের দৃষ্টি আকর্ষণ করে মামলাটি তদন্তপূর্বক অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

উখিয়ায় চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা: এলাকায় ঝাড়ু মিছিল

সর্বশেষ আপডেট ০৫:২৯:১২ অপরাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. গফুর উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে দায়েরকৃত “মিথ্যা ও ষড়যন্ত্রমূলক” মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও ঝাড়ু মিছিল করেছে ইউনিয়নের সাধারণ জনগণ।

বুধবার (১১ জুন) বিকেলে উপজেলার থাইংখালী সদরের প্রধান সড়কে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে শত শত নারী-পুরুষ অংশগ্রহণ করেন। তাদের হাতে ছিল ঝাড়ু, নানা ধরনের প্রতিবাদী প্ল্যাকার্ড ও পোস্টার।

প্রতিবাদকারীরা অভিযোগ করেন, চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরীর জনপ্রিয়তা ও জনসেবামূলক কর্মকাণ্ডে ঈর্ষান্বিত হয়ে একটি কুচক্রী মহল তাকে রাজনৈতিকভাবে হেয় করার জন্য ষড়যন্ত্রমূলকভাবে মামলা দায়ের করেছে।

মানববন্ধনে বক্তারা বলেন, “আমরা এই মিথ্যা মামলার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। গফুর চেয়ারম্যান আমাদের উন্নয়নের প্রতীক। তার বিরুদ্ধে এমন হয়রানিমূলক কর্মকাণ্ড আমরা মেনে নেব না।”

উখিয়ায় চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা: এলাকায় ঝাড়ু মিছিল
উখিয়ায় চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা: এলাকায় ঝাড়ু মিছিল

প্ল্যাকার্ড হাতে থাকা জাহানারা বেগম জানান, “আজ আমরা এখানে একত্রিত হয়েছি একটি অন্যায়, একটি ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের সম্মিলিত প্রতিবাদ জানাতে। আমাদের প্রিয় চেয়ারম্যান এম. গফুর উদ্দিন চৌধুরী একজন সৎ, নিষ্ঠাবান ও জনবান্ধব নেতা। তিনি দীর্ঘদিন ধরে এই ইউনিয়নের মানুষের কল্যাণে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। এমন একজন জননেতার বিরুদ্ধে ষড়যন্ত্র করে মিথ্যা মামলা দায়ের করা মানে পুরো পালংখালীর মানুষের মর্যাদায় আঘাত হানা। আমরা এই ষড়যন্ত্রের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।”

তাসনিমারখোলা এলাকার আমেনা খাতুন জানান, “গফুর চেয়ারম্যান আমাদের নারীদের পাশে থেকেছেন সবসময়। তিনি নারী শিক্ষা, স্বাস্থ্যসেবা, সামাজিক নিরাপত্তা—সব ক্ষেত্রেই অসাধারণ অবদান রেখেছেন। আমরা স্পষ্টভাবে বলতে চাই, তাঁর বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার চাই।”

মানববন্ধন ও মিছিল শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। বক্তারা সরকারের সংশ্লিষ্ট দপ্তরের দৃষ্টি আকর্ষণ করে মামলাটি তদন্তপূর্বক অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান।