উখিয়ায় চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু
- সর্বশেষ আপডেট ০১:২৩:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
- / 242
কক্সবাজারের উখিয়ার রাজাপালং ইউনিয়নের জাদিমোরা এলাকায় চুরির উদ্দেশ্যে দোকানে ঢোকার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রিদুয়ান রহমান (২২) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) ভোরে এ ঘটনা ঘটে।
নিহত রিদুয়ান রহমান রাজাপালং ইউনিয়নের হাজিরপাড়া গ্রামের ফরিদ আলমের পুত্র।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (২১ জুলাই) রাত সাড়ে ৮টার পর থেকে মঙ্গলবার সকাল সাড়ে ৬টার মধ্যে রিদুয়ান রহমান জাদিমোরা এলাকার মঞ্জুর আলম (৩৮) নামের এক ব্যক্তির কাঠের দোকানে চুরি করতে আসে। সে দোকানের পূর্ব পাশের টিনের বেড়া কেটে ভেতরে প্রবেশের চেষ্টা করছিল। এ সময় দোকানে স্থাপিত ফুল কাটার বৈদ্যুতিক মোটর থেকে শর্ট সার্কিট হয়ে সে বিদ্যুৎস্পৃষ্ট হয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চুরির উদ্দেশ্যে দোকানে ঢোকার সময় বৈদ্যুতিক মোটরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকটি মারা যায়। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
































