উখিয়ায় কুখ্যাত শরিফ ডাকাত গ্রেপ্তার
- সর্বশেষ আপডেট ০৬:৩৭:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫
- / 172
কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের নিদানিয়া এলাকায় সংঘটিত একটি খুন ও ডাকাতির ঘটনায় প্রধান অভিযুক্ত কুখ্যাত ডাকাত আহমদ শরিফ ও তার সহযোগী রেজাউল করিমকে গ্রেপ্তার করেছে র্যাব-১৫। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও গুলি।
২৩ জুন রাতে একটি মুখোশধারী সশস্ত্র ডাকাত দল মৃত নুরুল আমিন ও তার ভাই হাছান আলীর বাড়িতে হামলা চালায়। ডাকাতরা অস্ত্রের মুখে পরিবারকে জিম্মি করে ৯৫ হাজার টাকা, স্বর্ণালংকার ও একটি স্মার্টফোন লুট করে নেয়। ডাকাতি প্রতিরোধ করতে গেলে আহমদ শরিফ গুলি করে নুরুল আমিনকে হত্যা করে। পরে তাকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের স্বজনেরা ডাকাতদের চিনে ফেলায় আহমদ শরিফের বিরুদ্ধে খুন ও ডাকাতির মামলা (ধারা ৩৯৬) দায়ের হয়। ঘটনার পর র্যাব-১৫ গোয়েন্দা নজরদারি বাড়ায় এবং ১ জুলাই রাতে উখিয়া থানা পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে পূর্ব নুরার ডেইল থেকে আহমদ শরিফ ও রত্নাপালং থেকে রেজাউল করিমকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৪টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ১ রাউন্ড তাজা গুলি এবং ১টি খালি কার্তুজ উদ্ধার করা হয়েছে।
র্যাব জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত বাকি সদস্যদের গ্রেপ্তারে এবং লুটকৃত মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। “চল যাই যুদ্ধে, অপরাধীদের বিরুদ্ধে”—এই প্রতিশ্রুতি নিয়েই র্যাবের অভিযান চলবে। অপরাধী যেই হোক না কেন, তাকে আইনের আওতায় আনা হবে বলে জানানো হয়েছে।


































