উখিয়ায় ইয়াবাসহ গৃহবধূ আটক
- সর্বশেষ আপডেট ১১:৩১:০১ পূর্বাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫
- / 119
কক্সবাজারের উখিয়ার ইমামের ডেইল বিজিবি চেকপোস্টে পৃথক অভিযানে দুই হাজার পিস ইয়াবাসহ এক গৃহবধূ ও একটি প্রাইভেটকারে লুকানো চার হাজার পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে ৬৪ বিজিবি। এ সময় মাদক চোরাকারবারী এক ব্যক্তি স্ত্রী ও সন্তানকে ফেলে পালিয়ে যায়।
সূত্র জানায়, ৩০ মে ২০২৫ ইং, রাত সাড়ে ১০টার দিকে উখিয়া ৬৪ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন এলাকায় টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি মোটরসাইকেল ও একটি প্রাইভেটকার ইমামের ডেইল অস্থায়ী চেকপোস্ট অতিক্রমকালে সন্দেহ হলে বিজিবি সদস্যরা তা থামিয়ে তল্লাশি চালায়।
মোটরসাইকেলের চালক মো. শফিক আলম (৩৫), পিতা কবির আহমদ, সাং-সাবরাং পেন্ডলপাড়া, বিজিবির উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যায়। তবে মোটরসাইকেলের পেছনের আসনে থাকা তার স্ত্রী মনোয়ারা (২৩)–এর দেহ তল্লাশি করে দু’টি বায়ুরোধী কালো প্যাকেটে মোড়ানো ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
অপরদিকে, একই সময়ে তল্লাশিকৃত প্রাইভেটকারটির গ্যাস সিলিন্ডারের পাশে কৌশলে লুকানো অবস্থায় আরও ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় গাড়িতে থাকা যাত্রী শাহপরীর দ্বীপের মৃত নুরুল আমিনের পুত্র সাহাব উদ্দিন (২৯)–কে আটক করা হয়।
বিজিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করে, অধিক লাভে বিক্রির উদ্দেশ্যে ইয়াবাগুলো দুটি আলাদা যানবাহনে বহন করে কক্সবাজারে নিয়ে যাওয়া হচ্ছিল।
৬৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জসিম উদ্দিন (পিএসসি) জানান, আটক আসামিদের বিরুদ্ধে উখিয়া থানায় নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলছে। উদ্ধারকৃত ইয়াবাসহ প্রাইভেটকার ও মোটরসাইকেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে পলাতক মাদক কারবারীকে আইনের আওতায় আনতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।


































