শিরোনাম
ঈদের ছুটিতেও সার্বক্ষণিক খোলা থাকবে ফিলিং স্টেশন
নিউজ ডেস্ক
- সর্বশেষ আপডেট ১২:৩১:৫৪ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫
- / 520
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সড়কপথে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে এবং জ্বালানি তেল সরবরাহে কোনো বিঘ্ন না ঘটাতে ঈদের ছুটির পুরো সময়জুড়ে দেশের সব ফিলিং স্টেশন খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ বুধবার এক অফিস আদেশে জানায়, ঈদের দিনসহ ঈদের আগের সাতদিন এবং ঈদের পরের পাঁচদিন—মোট ১৩ দিন ফিলিং স্টেশনগুলো সার্বক্ষণিক চালু থাকবে।
এই সিদ্ধান্তের ফলে যাত্রাপথে যানবাহনগুলোর জ্বালানি সংকটে পড়ার আশঙ্কা থাকবে না। পাশাপাশি ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রাও হবে নির্বিঘ্ন ও স্বস্তিদায়ক বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সড়কপথে যাত্রী ও যানবাহনের নিরাপত্তা এবং চলাচল নিশ্চিত করতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।
Tag :
ঈদ ঈদুল আজহা ঈদের প্রস্তুতি ঘরমুখো মানুষ ছুটির সময় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ জ্বালানি তেল পরিবহন ব্যবস্থা ফিলিং স্টেশন বাংলাদেশ মহাসড়ক নিরাপত্তা যানবাহন চলাচল সড়কপথ সার্বক্ষণিক খোলা সিএনজি স্টেশন































