ঈদযাত্রা নির্বিঘ্ন করতে আমরা হিমশিম খাচ্ছি : আইজিপি
- সর্বশেষ আপডেট ১০:৫৭:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫
- / 372
ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষের চাপ এতটাই বেড়েছে যে পুরো যাত্রা নির্বিঘ্ন রাখতে হিমশিম খেতে হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।
আজ বৃহস্পতিবার (৫ জুন) দুপুর আড়াইটার দিকে গাজীপুরের চন্দ্রা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ঈদযাত্রা পরিস্থিতি পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
আইজিপি বলেন, “ছুটি কম থাকায় অনেক মানুষ একদিনেই ঘরে ফিরতে চাইছেন। ফলে এক দিনে যাত্রী ও যানবাহনের যে চাপ পড়েছে, তা আমাদের ধারণার চেয়ে অনেক বেশি। আমরা ভেবেছিলাম, গত ঈদের মতো এবারও যাত্রা স্বাভাবিক থাকবে। কিন্তু এখন মনে হচ্ছে সেটা আর সম্ভব হচ্ছে না।”
তিনি জানান, পরিস্থিতি সামাল দিতে সড়ক ও মহাসড়কে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, এমনকি সেনাবাহিনীও কাজ করছে। তবে প্রচণ্ড চাপের কারণে যান চলাচল স্বাভাবিক গতি বজায় রাখতে পারছে না। “আমাদের মূল চেষ্টা হচ্ছে—গাড়ির গতি কম হলেও যেন থেমে না থাকে,” বলেন বাহারুল আলম।
গাড়ি থামিয়ে যাত্রী তোলার প্রবণতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। “অনেকে সড়কের মাঝ থেকে গাড়িতে ওঠার চেষ্টা করছেন। এতে জটলা সৃষ্টি হচ্ছে এবং যান চলাচলে বিঘ্ন ঘটছে। এ অবস্থায় বল প্রয়োগ করা অমানবিক হবে। তাই আমরা চেষ্টা করছি যাত্রীদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে।”
আইজিপি আরও জানান, পুলিশের অনেক কর্মকর্তা রাতভর মহাসড়কে দায়িত্ব পালন করছেন, কেউ কেউ ১০-১৫ কিলোমিটার পথ হেঁটে কাজ করছেন। তবু যানজট পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না।
যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে জানতে চাইলে বাহারুল আলম বলেন, “বিষয়টি নিয়ে আমি বিআরটিএ ও জেলা প্রশাসনের সঙ্গে কথা বলব, যাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে ব্যবস্থা নেওয়া হয়।”
এ সময় আইজিপির সঙ্গে গাজীপুরের পুলিশ সুপার ড. চৌধুরী যাবের সাদেক এবং হাইওয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
































