ইসি ‘মেরুদণ্ডহীন’, সুষ্ঠু নির্বাচন দিতে পারবে না: হাসনাত
- সর্বশেষ আপডেট ০১:১৫:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
- / 62
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ নির্বাচনী কমিশনের কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করেছেন। তিনি আশঙ্কা প্রকাশ করেছেন, বর্তমান নির্বাচন কমিশন জনগণকে সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারবে না।
রোববার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “নির্বাচন কমিশনের আচরণে মধ্যযুগীয় বর্বরতার ছোঁয়া আছে। তারা যেন রাজা-বাদশাদের মতো খেয়ালখুশিমতো কাজ করছে।”
হাসনাত অভিযোগ করেন, কমিশনের ওপর নানা সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হচ্ছে এবং এটি কমিশনকে ‘মেরুদণ্ডহীন’ অবস্থায় ফেলেছে। তিনি কমিশনকে সতর্ক করেছেন, যেন তারা কোনো এমন সিদ্ধান্ত না নেন যা সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদার মতো পরিণতি ডেকে আনতে পারে।
এদিকে প্রতীক সংক্রান্ত বিষয়েও এনসিপি জানিয়েছে, “শাপলা ছাড়া কোনো বিকল্প নেই।” তারা তাদের আকাঙ্ক্ষিত প্রতীক হিসেবে শাপলার ওপর জোর দিয়েছে।
































