ইসি নির্দেশনা সব সাংগঠনিক নির্বাচন ১২ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত
- সর্বশেষ আপডেট ১০:৫৬:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
- / 38
নির্বাচন কমিশন ১২ ফেব্রুয়ারি পর্যন্ত দেশজুড়ে পেশাজীবী ও শিক্ষাপ্রতিষ্ঠানের নির্বাচনসহ সব ধরনের সাংগঠনিক নির্বাচন স্থগিত রাখার নির্দেশ দিয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের শান্তিপূর্ণ ও নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত করতে সোমবার (১২ জানুয়ারি) ইসি সচিবালয়ে নির্বাচনী পরিচালনা-২ অধিশাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত চিঠির মাধ্যমে নির্দেশনা জারি করা হয়।
নির্দেশনায় বলা হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত দেশের সকল পেশাজীবী সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান, পরিবহন মালিক ও শ্রমিক সমিতি, সাংবাদিক সমিতি, বণিক সমিতি, সমবায় সমিতি এবং ট্রেড ইউনিয়নসহ সকল সংগঠনের নির্বাচন স্থগিত থাকবে। এই পদক্ষেপের মাধ্যমে নির্বাচনী কার্যক্রমকে যেকোন প্রভাব ও হস্তক্ষেপ থেকে রক্ষা করা হবে।
এছাড়া সকল রিটার্নিং অফিসারকে এই নির্দেশনা বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে।































