ইসি আজ ৭৩টি আপিল বৈধ, ১৭টি বাতিল
- সর্বশেষ আপডেট ০৮:১০:০৭ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
- / 49
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার মনোনয়নপত্র গ্রহণ বা বাতিলের আদেশের বিরুদ্ধে আজ বুধবার পঞ্চম দিনে ৭৩টি আপিল মঞ্জুর করেছে নির্বাচন কমিশন (ইসি), ১৭টি আপিল নামঞ্জুর করা হয়েছে।
বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের জানান, আজ পঞ্চম দিনে মোট ১০০টি আপিল শুনানি হয়েছে। এর মধ্যে ৭৩টি মঞ্জুর, ১৭টি নামঞ্জুর এবং ১০টি অপেক্ষমাণ রাখা হয়েছে। এ পর্যন্ত মোট ৩৮০টি আপিল শুনানি হয়েছে; ২৭৭টি মঞ্জুর, ৮১টি বাতিল বা নামঞ্জুর, ২৩টি অপেক্ষমাণ। মোট ৬৪৫টি আপিল দায়ের হয়েছে এবং শুনানি চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত।
আজ আগারগাঁও নির্বাচন কমিশন ভবনের অডিটোরিয়ামে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে ২৮১ থেকে ৩৮০ নম্বর পর্যন্ত আপিল শুনানি সম্পন্ন হয়েছে। আগামী ১৫-১৮ জানুয়ারি বাকি আপিল ও অপেক্ষমাণ আপিলের শুনানি গ্রহণ করা হবে।
উল্লেখ্য, ৪ জানুয়ারি নির্বাচনের বাছাইয়ের শেষ দিনে ৩০০ নির্বাচনী এলাকায় রিটার্নিং কর্মকর্তা মোট ২ হাজার ৫৬৮টি মনোনয়নপত্রের মধ্যে ১ হাজার ৮৪২টি বৈধ ঘোষণা করেন, ৭২৩টি বাতিল করেন।

































