ইসির নির্দেশে নিজেই পোস্টার নামালেন শিশির মনির
- সর্বশেষ আপডেট ১২:৪০:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
- / 97
সুনামগঞ্জ-২ (দিরাই–শাল্লা) আসনে জামায়াতের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শিশির মনির নির্বাচন কমিশনের নির্দেশ অনুসারে নিজের নির্বাচনি পোস্টার, ব্যানার ও ফেস্টুন অপসারণ শুরু করেছেন।
শুক্রবার (১২ ডিসেম্বর) সকালে দিরাই পৌরসভার পয়েন্টে তিনি নিজ হাতে ঝোলানো পোস্টার খুলে ফেলেন। স্থানীয়দের উপস্থিতিতে দাঁড়ি–পাল্লার প্রতীকধারী এই প্রার্থী জানান, পুরো নির্বাচনি এলাকায় থাকা সব আগাম প্রচারসামগ্রী দিনের মধ্যেই সরিয়ে ফেলা হবে।
জানা গেছে, এক দিন আগে (১১ ডিসেম্বর) ঘোষিত জাতীয় নির্বাচনের তফসিলে ইসি প্রার্থীদের ৪৮ ঘণ্টার মধ্যে নিজ খরচে সব আগাম প্রচারসামগ্রী সরানোর নির্দেশ দেয়। সেই নির্দেশনার বাস্তবায়নেই এ পদক্ষেপ নেন শিশির মনির।
তিনি বলেন, “তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশন যেটা বলেছে, সেটিকে সম্মান জানিয়ে আমরা নিজেরাই পোস্টার নামাচ্ছি। নতুন আইন ও বিধান অনুযায়ী নির্বাচন হচ্ছে, তাই নিয়ম মেনে চলা আমাদের দায়িত্ব।”
































