ইশরাকের শপথ ইস্যু
ইসির দায়িত্ব শেষ, সিদ্ধান্ত নেবে স্থানীয় সরকার মন্ত্রণালয়
- সর্বশেষ আপডেট ০৮:১১:৪৪ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫
- / 766
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নবনির্বাচিত মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে শপথ পড়ানো হবে কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে স্থানীয় সরকার মন্ত্রণালয়। নির্বাচন কমিশনের (ইসি) পক্ষ থেকে জানানো হয়েছে, গেজেট প্রকাশের মাধ্যমে কমিশনের দায়িত্ব শেষ হয়েছে।
বুধবার (৪ জুন) বিকেলে নির্বাচন ভবনে অনুষ্ঠিত ষষ্ঠ কমিশন বৈঠক শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, “ডিএসসিসি নির্বাচন নিয়ে আপিল বিভাগের পর্যবেক্ষণ আমরা বিশদভাবে পর্যালোচনা করেছি। কমিশন মনে করে, গেজেট প্রকাশ করার মধ্য দিয়ে ইসি তার সাংবিধানিক দায়িত্ব পালন করেছে। এখন শপথ গ্রহণের বিষয়টি স্থানীয় সরকার বিভাগের আওতাধীন।”
এর আগে কমিশন জানিয়েছিল, আদালতের নির্দেশনা ও পর্যবেক্ষণের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে। সেই নির্দেশনার কপি হাতে পাওয়ার পরই আজ এ অবস্থান জানাল নির্বাচন কমিশন।
উল্লেখ্য, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ডিএসসিসি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ছিলেন ইশরাক হোসেন। ভোটের ফলাফল ঘোষণার পর নির্বাচনে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ তুলে একই বছরের ৩ মার্চ নির্বাচন বাতিলের দাবিতে মামলা করেন তিনি। পরে ২০২৫ সালের ২৭ মার্চ এক নির্বাচনী ট্রাইব্যুনাল রায়ে ইশরাক হোসেনকে বৈধ বিজয়ী ঘোষণা করে।
এরপর নির্বাচন কমিশন ২৭ এপ্রিল গেজেট প্রকাশ করে তাকে মেয়র হিসেবে ঘোষণা করে। তবে এখনও তার শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়নি। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে পুরো প্রক্রিয়া।
































