ইসির কোর্টে বল ঠেলে দিলেন ড. ইউনূস
- সর্বশেষ আপডেট ১০:৪২:৪৬ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫
- / 256
আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা না করলেও দলটির নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব নির্বাচন কমিশনের—এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। যুক্তরাজ্য সফরে থাকা অবস্থায় বিবিসিকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি ইসির কোর্টে বল ঠেলে দিয়ে বলেন, “আওয়ামী লীগের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, যার মধ্যে নির্বাচনও অন্তর্ভুক্ত। দলটি নির্বাচনে থাকবে কি না, সেটি ইসির এখতিয়ার।”
শনিবার (২১ জুন) বিবিসি বাংলা সাক্ষাৎকারটির গুরুত্বপূর্ণ অংশ প্রকাশ করে।
শেখ হাসিনার দল নির্বাচনে না এলে তা কতটা অন্তর্ভুক্তিমূলক হবে, এমন প্রশ্নে ড. ইউনূস বলেন, “জাতিসংঘের রেসিডেন্ট কো-অর্ডিনেটর সম্প্রতি ঢাকায় এটি ব্যাখ্যা করেছেন। অন্তর্ভুক্তিমূলক মানে নির্দিষ্ট কোনো দল নয়, বরং জনগণের অংশগ্রহণ। মানুষ যদি ভোট দিতে পারে, সেটাই অন্তর্ভুক্তিমূলক নির্বাচন।”

তিনি আরও বলেন, “জনগণ আওয়ামী লীগকে চায় কিনা, সেটা আগে দেখা উচিত। ভোটার হিসেবে তাদের ভোট দেওয়ার অধিকার আছে।”
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার করার বিষয়ে ড. ইউনূস বলেন, “বিচার শুরু হয়ে গেছে। এটা একটি চলমান আইনি প্রক্রিয়া। আমরা চাই, আন্তর্জাতিক পদ্ধতিতে তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হোক। আমাদের তাকে ধরে আনার কোনো ক্ষমতা নেই।”
আওয়ামী লীগের বহু সমর্থক গ্রেপ্তার হওয়া নিয়ে প্রশ্ন করলে ড. ইউনূস বলেন, “আপনি যদি অন্তর্বর্তী সরকারকে আওয়ামী লীগ সরকারের সঙ্গে তুলনা করেন, তাহলে আপনি বাংলাদেশ এবং বাস্তবতা বোঝেন না। এটা বলা লজ্জাজনক।”
































