ইসির কর্মকর্তাদের রিটার্নিং অফিসার করার প্রস্তাব বিএনপির
- সর্বশেষ আপডেট ০৮:২২:১২ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
- / 57
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে নিয়মতান্ত্রিক ও স্বচ্ছ করতে নির্বাচন কমিশনের (ইসি) নিজস্ব কর্মকর্তাদের রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগের প্রস্তাব দিয়েছে বিএনপি। দলটির দাবি, এ সিদ্ধান্ত বাস্তবায়ন হলে দেশের রাজনীতিতে ইতিবাচক ও গুণগত পরিবর্তন আসবে।
বুধবার বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির চতুর্থ দিনের সংলাপে অংশ নিয়ে এ প্রস্তাব দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।
তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর প্রধান দায়িত্ব হচ্ছে নিয়ম-কানুন মেনে নির্বাচন করা। আচরণবিধি মানা ছাড়া কোনো বিকল্প নেই। পূর্বের সংলাপে সব পরামর্শ বাস্তবায়ন না হলেও এই আলোচনা প্রক্রিয়াকে বিএনপি স্বাগত জানায়।
মঈন খান আরও বলেন, যত প্রতিশ্রুতি বা অঙ্গীকারনামাই নেওয়া হোক না কেন, রাজনৈতিক দলগুলো নিজেদের আচরণে পরিবর্তন না আনলে কোনো অগ্রগতি হবে না। নিয়ম যত জটিল করা হবে, লঙ্ঘনের প্রবণতাও তত বাড়বে, তাই প্রক্রিয়াকে সরল রাখার আহ্বান জানান তিনি।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) অপব্যবহার প্রসঙ্গে তিনি বলেন, তথ্য বিভ্রান্তি রোধে বিএনপি দায়িত্বশীল আচরণ করবে। বাকস্বাধীনতার বিস্তৃতি নতুন সুযোগ তৈরি করেছে, তবে এর অপব্যবহারও হতে পারে—তাই কমিশন ও প্রার্থীদের সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।
ইসির প্রতি আহ্বান জানিয়ে মঈন খান বলেন, বর্তমান সংকটময় সময়ে নির্বাচন কমিশনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব ইসির নিজস্ব জনবলকে দিলে নির্বাচন প্রক্রিয়ায় বিশ্বাসযোগ্যতা বাড়বে। পাশাপাশি ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার না করার ওপরও তিনি জোর দেন।
সিইসি এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সংলাপে ইসির অন্যান্য কমিশনার, কর্মকর্তারা এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নেন।
































