ইসির ওয়েবসাইট থেকে ‘নৌকা’ প্রতীক রিমুভ
- সর্বশেষ আপডেট ১২:৪৫:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫
- / 217
নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলা (রিমুভ) হয়েছে আওয়ামী লীগের দীর্ঘদিনের নির্বাচনী প্রতীক ‘নৌকা’। বুধবার (১৬ জুলাই) সকালে ইসির অফিসিয়াল ওয়েবসাইটে দেখা যায়, আওয়ামী লীগ (নিবন্ধন স্থগিত) নামের পাশে প্রতীক হিসেবে আর নৌকা চিহ্নটি নেই।
এ বিষয়ে ইসি সচিবালয়ের সিস্টেম ম্যানেজার মো. রফিকুল হক সাংবাদিকদের জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশেই এই প্রতীকটি ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলা হয়েছে।
এর আগে মঙ্গলবার রাতে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া একটি ফেসবুক পোস্টে নির্বাচন কমিশনের কঠোর সমালোচনা করে প্রশ্ন তোলেন— “অভিশপ্ত ‘নৌকা’ মার্কাটাকে কোন বিবেচনায় আবার শিডিউলভুক্ত করতে আইন মন্ত্রণালয়ে পাঠানো হলো?” তিনি আরও অভিযোগ করেন, “সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন কমিশন গণঅভ্যুত্থানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে।” সেইসঙ্গে প্রশ্ন তোলেন, “এই মার্কা রেখে দেওয়া হলো কার এজেন্ডা বাস্তবায়নের জন্য?”
ইসির তথ্য অনুযায়ী, বর্তমানে নির্বাচন পরিচালনা বিধিমালার তপশিলে ৬৯টি প্রতীক অন্তর্ভুক্ত রয়েছে। তবে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রতীকের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা করছে কমিশন। নতুন উদ্যোগ অনুযায়ী, দল ও স্বতন্ত্র প্রার্থীদের জন্য মোট প্রতীক সংখ্যা ১০০ ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ওয়েবসাইট থেকে প্রতীক ‘নৌকা’ রিমুভ নিয়ে সাম্প্রতিক এই প্রশাসনিক পদক্ষেপ রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা ও বিতর্ক সৃষ্টি করেছে।































